ব্রঙ্কসের ইস্ট টু ফোরটি টু স্ট্রিট ও ব্যারনেস অ্যাভিনিউয়ের ইন্টারসেকশনের কাছে অবস্থিত ওই ভবনে বুধবার ভোরে আগুন লাগে।
ফায়ারফাইটাররা জানান, ৫ তলা ভবনটির পঞ্চম তলায় আগুন লাগে। তারা গিয়ে কিছুক্ষণের মধ্যে তা নিয়ন্ত্রণে নেয়।
সেখান থেকে দগ্ধ অবস্থায় দুই নারীকে উদ্ধার করা হয়। এর মধ্যে একজনকে ঘটনাস্থলে ও আরেকজনকে হাসপাতালে নেয়ার পর মৃত ঘোষণা করা হয়।
তাদের পরিচয় প্রকাশ করা হয়নি। ফায়ার ডিপার্টমেন্ট জানিয়েছে, আগুন লাগার কারণ খতিয়ে দেখা হবে।