পাঁচ বছর পর টি-টোয়েন্টিতে ভারতের বিপক্ষে জয় নারী দলের

টিবিএন ডেস্ক

জুলাই ১৩ ২০২৩, ২৩:০১

ভারতীয় ব্যাটার স্মৃতি মান্ধানাকে আউট করে উচ্ছ্বসিত বাংলাদেশের বোলার সুলতানা খাতুন। ছবি: বিসিবি

ভারতীয় ব্যাটার স্মৃতি মান্ধানাকে আউট করে উচ্ছ্বসিত বাংলাদেশের বোলার সুলতানা খাতুন। ছবি: বিসিবি

  • 0

টি-টোয়েন্টি ফরম্যাটে পাঁচ বছর পর ভারতকে হারিয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। বৃহস্পতিবার সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে বাংলাদেশ ৪ উইকেটে হারিয়েছে ভারতকে। এই জয়ে তিন ম্যাচের সিরিজে হোয়াইটওয়াশ এড়াল বাংলাদেশ।

২০১৮ সালে টি-টোয়েন্টি এশিয়া কাপের ফাইনালে ভারতকে ৩ উইকেটে হারিয়েছিল বাংলাদেশ। ভারতের বিপক্ষে সেটিই ছিল বাংলাদেশের সবশেষ জয়।

তৃতীয় ম্যাচে বৃহস্পতিবার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ফিল্ডিং করতে নামে বাংলাদেশ। আগের ম্যাচের মত এবারও দুর্দান্ত বোলিংয়ে ভারতকে বড় স্কোর করতে দেয়নি বাংলাদেশের বোলাররা। ২০ ওভারে ৯ উইকেটে ১০২ রান করে ভারত।

দলের পক্ষে ৪১ বলে সর্বোচ্চ ৪০ রান করেন অধিনায়ক হারমানপ্রিত কৌর। জেমাইমা রদ্রিগেজ ২৮ ও ইয়াস্থিকা ভাটিয়া ১২ রান করেন। বাংলাদেশের দুই স্পিনার রাবেয়া খাতুন ১৬ রানে ৩টি ও সুলতানা খাতুন ১৭ রানে ২ উইকেট নেন। এছাড়া নাহিদা আকতার-ফাহিমা খাতুন-স্বর্ণা আকতার ১টি করে উইকেট নেন।

জবাবে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। ১৬ রানে ২ উইকেট হারায় তারা। ওপেনার সাথী রানী ১০ ও তিন নম্বরে নামা দিলারা আকতার ১ রান করে ফিরেন। তৃতীয় উইকেটে ৪৯ বলে ৪৬ রানের জুটি গড়ে বাংলাদেশকে ম্যাচে ফেরান ওপেনার শামিমা সুলতানা ও অধিনায়ক নিগার সুলতানা। জুটিতে ১৪ রান অবদান রেখে ফিরেন নিগার।

দলীয় ৬২ রাানে তৃতীয় ব্যাটার হিসেবে নিগার ফেরার পর দ্রুত উইকেট হারায় স্বাগতিক দল। ১৭তম ওভারে ৮৫ রানে পৌঁছাতে ষষ্ঠ উইকেট হারায় তারা। ৪ উইকেট হাতে নিয়ে শেষ ৩ ওভারে জিততে ১৫ রান দরকার পড়ে বাংলাদেশের। আগের ম্যাচে শেষ ৮ বলে ১ রানে ৫ উইকেট হারিয়ে ম্যাচ জয়ের সুযোগ হাতছাড়া করেছিল বাংলাদেশ। এবার সেই ভুল করেননি বাংলাদেশের ব্যাটাররা।

সপ্তম উইকেটে ১৩ বলে অবিচ্ছিন্ন ১৮ রান তুলে বাংলাদেশকে স্বস্তির জয় এনে দেন রিতু মনি ও নাহিদা। এতে করে ১৬ তম ম্যাচে ভারতের বিপক্ষে তৃতীয় জয়ের দেখা পায় বাংলাদেশ।

রিতু ৮ বলে ৭ এবং নাহিদা ৬ বলে ১০ রান তুলে জয়ের হাসি নিয়ে মাঠ ছাড়েন। ৩টি চারে ৪৬ বলে ৪২ রানের ইনিংস খেলে বাংলাদেশের জয়ে বড় অবদান রেখে ম্যাচ সেরা হন শামিমা। ভারতের মিন্নু মানি ও দেবিকা বৈদ্য ২টি করে উইকেট নেন। সিরিজ সেরা হয়েছেন ভারতের অধিনায়ক হারমানপ্রিত।

১৬ জুলাই থেকে মিরপুরে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু করবে বাংলাদেশ ও ভারত নারী দল।


0 মন্তব্য

মন্তব্য করুন