বিমানবন্দরের রানওয়েতে লস অ্যাঞ্জেলেস থেকে আসা একটি ডেলটা এয়ারবাস এথ্রিওয়াননাইন প্লেনের ইঞ্জিন হঠাৎ চালু হয়ে গেলে তা ওই গ্রাউন্ড ওয়ার্কারকে ভেতরে টেনে নেয়।
বিমানবন্দর কর্মকর্তারা প্রাথমিক তদন্তে বলেছেন, এ ঘটনায় নিরাপত্তা প্রক্রিয়ায় কোনো ঘাটতি ছিল না। তবে ঘটনাটি কীভাবে ঘটেছে সেটি এখনও স্পষ্ট নয়।
ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড জানায়, তথ্য সংগ্রহের জন্য ইতোমধ্যে তারা ডেলটা এয়ার লাইনসের সঙ্গে যোগাযোগ করেছে।
এক বিবৃতিতে ডেলটার একজন মুখপাত্র বলেন, ‘কঠিন এ সময়ে আমাদের হৃদয় এবং পূর্ণ সহানুভূতি নিহত ব্যক্তির পরিবার, বন্ধুবান্ধব এবং প্রিয়জনের প্রতি।’
কর্মকর্তারা নিহত ওই কর্মচারীর নাম প্রকাশ করেনি। সরকারি একটি সংস্থা এ ঘটনার তদন্ত করছে।
ছয় মাস আগে অ্যালাবামাতে একই ধরনের একটি ঘটনায় রিজিওনাল এয়ারলাইন পাইডমন্টকে ১৫,৬২৫ ডলার জরিমানা করে অকুপেশনাল সেফটি অ্যান্ড হেলথ অ্যাডমিনিস্ট্রেশন (ওএসএইচএ)।
সঠিক প্রশিক্ষণ ও নিরাপত্তা পদ্ধতির প্রয়োগ এই ট্র্যাজেডি প্রতিরোধ করতে পারে বলে জানিয়েছে ওএসএইচএ।