বিভিন্ন স্টেইটে টর্নেডোতে ৩ জনের মৃত্যু

টিবিএন ডেস্ক

জুন ২৭ ২০২৩, ৪:১৩

ইন্ডিয়ানায় টর্নেডোর আঘাত । ছবি: সংগৃহীত

ইন্ডিয়ানায় টর্নেডোর আঘাত । ছবি: সংগৃহীত

  • 0

অ্যামেরিকার বিভিন্ন স্টেইটে টর্নেডো ও ঝড়ে তিনজন নিহত ও একজন আহত হয়েছেন।

ইন্ডিয়ানার এক বাড়িতে টর্নেডোর আঘাতে একজন নিহত হন। আরাকানসাতে বাড়ির ওপর গাছ পরে দুইজনের মৃত্যু হয়। রোববার বেশ কয়েকটি স্টেইটের ওপর দিয়ে ঝড় ও টর্নেডো বয়ে যায়।

ইন্ডিয়ানার মার্টিন কাউন্টির একটি গ্রামে রোববার সন্ধ্যায় আঘাত হানে টর্নেডো। জনসন কাউন্টির দক্ষিণ ইন্ডিয়ানাপোলিস শহরতলিতে একই দিন বিকেলে আরেকটি টর্নেডো আঘাত হানে। এতে কমপক্ষে ৭৫ টি বাড়ি ক্ষতিগ্রস্থ হয়।

টর্নেডোর প্রবল বাতাসে টেনেসি, আরকানসা ও মিশিগানে হাজার হাজার বাড়ি ও ব্যবসায়িক প্রতিষ্ঠান বিদ্যুতবিচ্ছিন্ন হয়েছে।

আরেকটি টর্নেডো রোববার বিকেলে গ্রিনউড ও বার্গার্সভিলের শহরতলিতে আঘাত হানে। বার্গার্সভিল ফায়ার চিফ এরিক ফাঙ্কহাউসার জানিয়েছেন, ইন্ডিয়ানা স্টেইটে ৩ মাইল এলাকা জুরে অন্তত ৭৫ টি বাড়ি ক্ষতিগ্রস্থ করেছে এ ঝড়। কর্মকর্তাদের অনুমান প্রায় ১৫ মিনিটের জন্য মাটিতে ছিল টর্নেডোটি।

মেমফিসের উত্তরে অবস্থিত মিলিংটন শহরে বিমান বন্দর আক্রান্ত হয়েছে ঝড়ে। কর্মকর্তারা শহরের বিমানবন্দরে বাড়ি ও উলটে থাকা গাড়ি থেকে একাধিক ব্যক্তিকে উদ্ধারের কথা জানিয়েছেন।


0 মন্তব্য

মন্তব্য করুন