বিমানের জরুরি অবতরণের পরেও বাঁচল না শিশুটি

টিবিএন ডেস্ক

জুন ১১ ২০২৩, ২০:৫০

টার্কিস এয়ারলাইন্সের বিমান। ছবি: সংগৃহীত

টার্কিস এয়ারলাইন্সের বিমান। ছবি: সংগৃহীত

  • 0

তুর্কিয়ের ইস্তানবুল থেকে নিউ ইয়র্ক যাওয়ার পথে টার্কিস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ১১ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।

বিমানটি হাঙ্গেরির বুদাপেস্টে জরুরি অবতরণ করলেও তার আগেই শিশুটি মারা যায়।

তুর্কিয়ের বার্তাসংস্থা আনাদোলু জানায়, টার্কিস এয়ারলাইন্সের ফ্লাইট টিকে জিরো-জিরো-থ্রি রোববার স্থানীয় সময় সকাল ৮টা ৫০ মিনিটে নিউ ইয়র্কের জেএফকে বিমানবন্দরের উদ্দেশে যাত্রা করে।

উড্ডয়নের কিছুক্ষণের মধ্যে অ্যামেরিকান শিশুটি ফ্লাইটের ভেতর অসুস্থ বোধ করতে শুরু করে। শুরুতে বিমানের ক্রুরা এবং পরে ফ্লাইটের যাত্রী এক চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা দেন। তবে এতে কোনো কাজ হয়নি।

শিশুটি চেতনা হারালে বিমানটি রুট পরিবর্তন করে বুদাপেস্ট বিমানবন্দরে জরুরি অবতরণ করে। তবে এর আগেই শিশুটির মৃত্যু হয়।

আনাদোলু জানায়, বুদাপেস্ট বিমানবন্দর থেকে ওই শিশু ও তার বাবা-মাকে অ্যাম্বুলেন্সে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এর কিছুক্ষণ পরে নির্ধারিত গন্তব্যের উদ্দেশে ফের উড্ডয়ন করে টার্কিস এয়ারলাইন্সের ফ্লাইটটে।


0 মন্তব্য

মন্তব্য করুন