বলিউড তারকা শাহরুখ খান শোবিজ জীবনে ৩১ বছর পূর্ণ করেছেন ২৫ জুন। বিশ্ব স্বীকৃত এই অভিনয় শিল্পী ১৯৯২ সালে দিওয়ানা সিনেমার মাধ্যমে বড় পর্দায় আত্মপ্রকাশ করেন।
তার সম্মানে ভারত জুড়ে শাহরুখ ভক্তরা ভালো কাজের মাধ্যমে দিনটি উদযাপন করেছে। এসআরকে-ফ্যানডম বিনামূল্যে দেশটির অভাবী ও দরিদ্র মানুষের মুখে তুলে দিয়েছে খাবার।
ইন্টারনেটে শাহরুখ ভক্তদের এমনই বেশ কিছু ছবি ও ভিডিও ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যায়, অসহায় ও অভাবী লোকদের মাঝে খাবারের প্যাকেট বিতরণ করছেন কিং খানের ভক্তরা।
কিং খানের অনুরাগীরা বিশাল কেক কেটে, তার ছবি সংবলিত ব্যানার তৈরি করে দিনটিকে স্মৃতির পাতায় জমা করেছেন।
কয়েক অনুরাগী মুম্বাইয়ের বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য বিরিয়ানি রান্না করে তা বিতরণ করেন।
ঈদ, পূজা, জন্মদিনসহ শারুখের বিশেষ দিনগুলোতে তার মুম্বাইয়ের সাগরপারের বাড়ি মান্নাতের সামনে ভক্ত-অনুরাগীর ভিড় জমানো এক রীতিতে পরিণত হয়েছে। বাদ যায়নি বলিউডে কিং খানের ৩১ বছরপূর্তিও।
তার ভক্তরা বিশাল বিশাল ব্যানার, উপহারসহ দিনভর মান্নাতের সামনে ভিড় জমান।
ভক্তদেরও নিরাশ করেননি এই বলিউড রাজা। অনলাইনে ‘আস্ক এসআরকে’ সেশনে ভক্তদের প্রশ্নের মজা করে উত্তর দিয়ে ভাইরাল হয়েছেন স্বয়ং শাহরুখও।
তার ভক্ত জিজ্ঞেস করেছেন ‘এসআরকে অ্যামেরিকায় মোদির উপস্থিতিতে সবার ছাইয়া ছাইয়া কলরবে আপনার প্রতিক্রিয়া কী?’
এসআরকে রসিকতা করে উত্তর দিয়েছেন, ‘আমি অভিভূত। ইস যদি আমি সেখানে উপস্থিত থাকতাম! আমি অবশ্যই তখন ছাইয়া ছাইয়া গানে নাচতাম। যদিও আমার সন্দেহ হচ্ছে তারা মঞ্চে ট্রেন নিয়ে ঢুকতে দিত না।’