ঘটনার পর সাত দিন হাসপাতালের আইসিইউতে চিকিৎসা নিয়ে গত শুক্রবার তিনি মারা গেছেন। বিষয়টি শনিবার সংবাদসংস্থা এপিকে জানিয়েছেন তার ছেলে গিলবার্তো বারবেরা।
স্ট্রোক ও হার্ট অ্যাটাকের পর বেলা ইওলান্দা মন্তোয়া নামের ৭৬ বছর বয়সী ওই নারীকে গত ৯ জুন বাবাহায়োর মার্টিন ইকাজা হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে নেয়া হয়। সেখানে কৃত্রিমভাবে শ্বাসপ্রশ্বাস ফেরানোর প্রক্রিয়ায় সাড়া না দেয়ায় কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
শেষকৃত্য অনুষ্ঠানের জন্য তার দেহ কফিনে করে একটি ফিউনারেল হোমে নেয় পরিবারের সদস্যরা। প্রায় ৫ ঘণ্টা কফিনের থাকার পর হঠাৎ এর ডালায় তিনি নক করেন।
স্বজনরা ডালা খুলে দেখেন, তিনি জীবিত, তার শ্বাসকষ্ট হচ্ছে। দ্রুত তাকে ফের ওই হাসপাতালে নেয়া হয়।
সেখানে সাত দিন আইসিইউতে থেকে স্ট্রোক করে তিনি মারা যান।