বাংলাদেশে জলবায়ু-স্মার্ট চাষাবাদের জন্য ৩৫ মিলিয়ন ডলার দেবে অ্যামেরিকা

টিবিএন ডেস্ক

জুন ২৩ ২০২৩, ০:৪৫

বিএআরসি মিলনায়তনে অতিথিবৃন্দ। ছবি: সংগৃহীত

বিএআরসি মিলনায়তনে অতিথিবৃন্দ। ছবি: সংগৃহীত

  • 0

বাংলাদেশের কৃষকদের জলবায়ুর প্রভাব মোকাবিলা এবং তাদের উৎপাদন বাড়াতে ৩৫ মিলিয়ন ডলার দেবে অ্যামেরিকা।

বাংলাদেশ কৃষি মন্ত্রণালয়ের সহযোগিতায় ইন্টারন্যাশনাল ফার্টিলাইজার ডেভেলপমেন্ট সেন্টার (আইএফডিসি) বাস্তবায়িত পাঁচ বছর মেয়াদি ‘ফিড দ্য ফিউচার ক্লাইমেট-স্মার্ট এগ্রিকালচার প্রজেক্ট’-এর আওতায় এ সহায়তা দেয়া হবে

ইউএস এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্টের (ইউএসএআইডি) মাধ্যমে অ্যামেরিকান সরকারের অর্থায়নে প্রকল্পটি বাংলাদেশের দক্ষিণাঞ্চলের জেলাগুলোর ক্ষুদ্র কৃষকদের উন্নত বীজ ব্যবহার এবং সর্বাধিক সার ব্যবহার করার মতো জলবায়ু-স্মার্ট চাষের কৌশল গ্রহণ করতে শেখাবে।

প্রকল্পটি জলবায়ু-স্মার্ট প্রযুক্তি এবং অনুশীলন ব্যবহার করে সমগ্র খাতজুড়ে স্থিতিস্থাপকতা তৈরি করতে বেসরকারি খাতের সংস্থা, কৃষি-ইনপুট সেবা প্রদানকারী এবং পাবলিক সেক্টরের অংশীজনদের একত্রিত করবে।

ঢাকায় বিএআরসি মিলনায়তনে বৃহস্পতিবার কৃষি সচিব ওয়াহিদা আক্তার, ইউএসএআইডি বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি কর্মসূচির পরিচালক ড. মুহাম্মদ খান, আইএফডিসির প্রেসিডেন্ট ও সিইও হেঙ্ক ফন ডুইজন এবং বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের (বিএআরসি) নির্বাহী চেয়ারম্যান ড. শেখ মোহাম্মদ বখতিয়ার নতুন প্রকল্পের উদ্বোধন করেন।

‘ফিড দ্য ফিউচার ক্লাইমেট-স্মার্ট এগ্রিকালচার প্রকল্প’টি জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলার পাশাপাশি বাংলাদেশকে বৈশ্বিক কোভিড-নাইন্টিন মহামারি এবং ইউক্রেন-রাশিয়ার যুদ্ধের কারণে সরবরাহ ব্যবস্থা বিঘ্নিত হওয়ার চ্যালেঞ্জগুলো কাটিয়ে উঠতে সহায়তা করবে।

প্রকল্পটি কৃষকদের সারের ব্যবহার ও সারের ভর্তুকি খরচ কমাবে এবং ফসলের সামগ্রিক উৎপাদন বাড়াতে সহায়তা করবে।


0 মন্তব্য

মন্তব্য করুন