বাংলাদেশ কৃষি মন্ত্রণালয়ের সহযোগিতায় ইন্টারন্যাশনাল ফার্টিলাইজার ডেভেলপমেন্ট সেন্টার (আইএফডিসি) বাস্তবায়িত পাঁচ বছর মেয়াদি ‘ফিড দ্য ফিউচার ক্লাইমেট-স্মার্ট এগ্রিকালচার প্রজেক্ট’-এর আওতায় এ সহায়তা দেয়া হবে।
ইউএস এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্টের (ইউএসএআইডি) মাধ্যমে অ্যামেরিকান সরকারের অর্থায়নে প্রকল্পটি বাংলাদেশের দক্ষিণাঞ্চলের জেলাগুলোর ক্ষুদ্র কৃষকদের উন্নত বীজ ব্যবহার এবং সর্বাধিক সার ব্যবহার করার মতো জলবায়ু-স্মার্ট চাষের কৌশল গ্রহণ করতে শেখাবে।
প্রকল্পটি জলবায়ু-স্মার্ট প্রযুক্তি এবং অনুশীলন ব্যবহার করে সমগ্র খাতজুড়ে স্থিতিস্থাপকতা তৈরি করতে বেসরকারি খাতের সংস্থা, কৃষি-ইনপুট সেবা প্রদানকারী এবং পাবলিক সেক্টরের অংশীজনদের একত্রিত করবে।
ঢাকায় বিএআরসি মিলনায়তনে বৃহস্পতিবার কৃষি সচিব ওয়াহিদা আক্তার, ইউএসএআইডি বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি কর্মসূচির পরিচালক ড. মুহাম্মদ খান, আইএফডিসির প্রেসিডেন্ট ও সিইও হেঙ্ক ফন ডুইজন এবং বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের (বিএআরসি) নির্বাহী চেয়ারম্যান ড. শেখ মোহাম্মদ বখতিয়ার নতুন প্রকল্পের উদ্বোধন করেন।
‘ফিড দ্য ফিউচার ক্লাইমেট-স্মার্ট এগ্রিকালচার প্রকল্প’টি জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলার পাশাপাশি বাংলাদেশকে বৈশ্বিক কোভিড-নাইন্টিন মহামারি এবং ইউক্রেন-রাশিয়ার যুদ্ধের কারণে সরবরাহ ব্যবস্থা বিঘ্নিত হওয়ার চ্যালেঞ্জগুলো কাটিয়ে উঠতে সহায়তা করবে।
প্রকল্পটি কৃষকদের সারের ব্যবহার ও সারের ভর্তুকি খরচ কমাবে এবং ফসলের সামগ্রিক উৎপাদন বাড়াতে সহায়তা করবে।