গাড়ি নির্মাতা অ্যালেফ অটোমোটিভ বলছে, এটিই প্রথম কোন যান যা রাস্তা এবং আকাশে একসঙ্গে চলতে পারে। এটি অন্যসব সাধারণ গাড়ির মতই পার্ক করা সম্ভব।
এটিতে উল্লম্ব টেকঅফ ও অবতরণ ক্ষমতাও রয়েছে। গাড়িটি এক অথবা দুই জন যাত্রী নিয়ে যেতে পারবে। রাস্তায় এটি ২০০ মাইল চলতে ও ১১০ মাইল টানা উড়তে পারবে।
কোম্পানি আশা করছে ২০২৫ সালের মধ্যে তারা ৩০০ হাজার ডলার মূল্যের গাড়ি বাজারে ছাড়তে পারবে।
আলেফের সিইও জিম ডুকোভনি বলেছেন, ‘আমরা এফএএ থেকে এই সার্টিফিকেশন পেয়ে আনন্দিত। আমাদেরকে পরিবেশবান্ধব ও দ্রুত যাতায়াতের জন্য সহযোগিতা করবে এ গাড়ি।’
কোম্পানির ওয়েবসাইট বলেছে, উড়ন্ত গাড়িটি একটি ‘নিম্ন গতির যান’ হিসাবে রাস্তায় আসবে। এটি রাস্তায় সর্বোচ্চ ২৫ মাইল প্রতি ঘন্টা গতিতে চলতে সক্ষম হবে। কোনো চালকের দ্রুত যাওয়ার প্রয়োজন হলে তিনি এর ওড়ার ক্ষমতা ব্যবহার করতে পারবেন।
রাস্তায় চলার জন্য মডেল-এ কোড নেমের গাড়িটির এখনও ন্যাশনাল হাইওয়ে ট্রাফিক সেফটি অ্যাডমিনিস্ট্রেশনের অনুমোদনের প্রয়োজন।