প্যারিসের ফিফথ অ্যারোন্ডিসমেন্টে বুধবার ভয়াবহ বিস্ফোরণে লেফট ব্যাংকের একটি ভবনের কিছু অংশ ধসে পড়েছে। এ ঘটনায় ২৯ জনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে। তাদের মধ্যে চার জনের অবস্থা আশঙ্কাজনক।
ওই ভবনের দুই ব্যক্তি এখনও নিখোঁজ আছেন।
পুলিশ জানিয়েছে, বিস্ফোরণের আগুন নিয়ন্ত্রণে এলেও এখনও পুরোপুরি নেভানো যায়নি।
বিস্ফোরণের কারণ সম্পর্কেও নিশ্চিত হতে পারেনি কর্তৃপক্ষ। তবে ধারণা করা হচ্ছে, ভবনটিতে গ্যাস বিস্ফোরণের ফলে আগুন ধরে যায়।
প্যারিস পুলিশের মুখপাত্র লোবনা আত্তা বলেন, ‘আমরা এখনই আগুনের কারণ নিশ্চিত হতে পারছি না। সন্দেহ করছি গ্যাস বিস্ফোরণের ফলে আগুন লেগেছে।’
আগুন নেভাতে কাজ করছেন অন্তত ২৩০ জন ফায়ার ফাইটার। বিস্ফোরণের পর আগুনের কালো ধোঁয়া উচ্চতায় প্যান্থিয়ন মনুমেন্টের গম্বুজ ছাড়িয়ে যায়।
কর্তৃপক্ষ ভবনটির আশেপাশের ভবনের বাসিন্দাদের নিরাপদে সরে যাওয়ার অনুরোধ করেছে।
ফার্স্ট ডেপুটি মেয়র এডওয়ার্ড সিইভেল এক টুইট বার্তায় বলেছেন, ‘ফিফথ অ্যারোন্ডিসমেন্টে বাসিন্দারা, ভাল-দ্য-গ্রেইস ডিসট্রিক্টের অ্যালফানিজ-ল্যাভেরানের ভবনগুলোতে একটি গ্যাস বিস্ফোরণের ফলে আগুন লেগেছে। ফায়ার ব্রিগেডের কাজে সহায়তার জন্য ওই এলাকা এড়িয়ে যাওয়ার অনুরোধ করছি।’
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, আগুনের সূত্রপাতের অল্প কিছু সময় আগে তারা বিকট শব্দের বিস্ফোরণের শব্দ শুনতে পান। এরপরই ভবনটির কিছু অংশ ধসে পড়ে।