কিউই মূলত নিশাচর পাখি। আর তাই সব চিড়িয়াখানায় দিনের আলোয় পাখিটির গায়ে হাত বুলানো কিংবা একে বিরক্ত না করার নির্দেশনা দেয়া আছে।
তবে সেই নির্দেশনা অমান্য করে যু মায়ামিতে একদল দর্শনার্থী দিনের আলোয় কিউই পাখিকে রীতিমতো থাপ্পড় মেরে তা আবার ভিডিও করেছেন। সেই ভিডিও ফুটেজ নিউযিল্যান্ডে ছড়িয়ে পরার ক্ষোভ তৈরি হয় দেশটিতে।
নিউযিল্যান্ডের জাতীয় পাখি কিউই। এ কারণেই অবমাননায় এমন ঘটনায় হতবাক দেশটির অসংখ্য কিউইপ্রেমী।
অবশেষে যু মায়ামি জানায়, কর্তৃপক্ষের উপস্থিতিতে ‘পাওরা’ নামের ওই কিউই পাখির সঙ্গে অসদাচরণে তারা ‘গভীরভাবে ক্ষমাপ্রার্থী’।
ঘটনার পর দর্শনার্থীদের কিউই পাখির মুখোমুখি হওয়া নিষিদ্ধ করেছে কর্তৃপক্ষ।
বিরল কিউই প্রজাতিকে টিকিয়ে রাখার লক্ষ্যে একটি প্রজনন কর্মসূচি নেয়া হয়েছিল। এর আওতায় ২০১৯ সালে যু মায়ামিতে জন্ম নেয় পাওরা।
পাওরা নিগৃহীত হওয়ার পর তাৎক্ষণিক ব্যবস্থা নেয়ায় যু মায়ামি কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়েছেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী ক্রিস হিপকিন্স।