ইন্টার মায়ামিতে খেলবেন মেসি

টিবিএন ডেস্ক

জুন ৭ ২০২৩, ১৮:১৭

পিএসজির জার্সিতে লিওনেল মেসি। ছবি: সংগৃহীত

পিএসজির জার্সিতে লিওনেল মেসি। ছবি: সংগৃহীত

  • 0

পুরনো ক্লাব বার্সেলোনায় ফিরে যাওয়ার জন্যে আল-হিলালের এক বিলিয়ন ডলারের অফার ফিরিয়ে দিয়েছিলেন লিওনেল মেসি। আর্থিক সমস্যায় জর্জরিত বার্সেলোনা দলে ফেরাতে পারেনি তাদের সাবেক অধিনায়ককে। ফলে, অ্যামেরিকার ক্লাব ইন্টার মায়ামিই হতে যাচ্ছে মেসির পরবর্তী গন্তব্য।

ক্রীড়া বিষয়ক পত্রিকা মুন্দো দেপোর্তিভোকে মঙ্গলবার বিকেলে দেয়া এক সাক্ষাৎকারে মেসি নিজেই ইন্টারে যোগ দেয়ার বিষয়টি নিশ্চিত করেন। বার্সেলোনায় ফেরার ইচ্ছা থাকলেও লা লিগার নিয়ম ও বার্সেলোনার আর্থিক সমস্যার কারণে তেমনটি হয়নি বলে জানান মেসি।

ইন্টার মায়ামিতে মেসির যোগদানের পেছনে অন্যতম ভূমিকা ছিল মেজর লিগ সকারের (এমএলএস) দুই মূল স্পন্সর আডিডাস ও অ্যাপলের।

মেসিকে লভ্যাংশ দেয়ার নিশ্চয়তা দিয়েছে দুই কোম্পানি। একই সঙ্গে অবসরের পর মেসিকে ক্লাবের একাংশের মালিকা ছেড়ে দেবে ইন্টার মায়ামি। 

অ্যামেরিকার সর্বোচ্চ ফুটবল লিগ এমএলএসের ফ্র্যাঞ্চাইজি ইন্টার মায়ামির অন্যতম মালিকা হচ্ছেন সাবেক ইংলিশ ফুটবল তারকা ডেভিড বেকহ্যাম। মূলত তার উদ্যোগেই মেসির সঙ্গে চুক্তি চূড়ান্ত করছেন মেসির এজেন্ট ও বাবা হোর্হে মেসি।

জুনের ২৪ তারিখ ৩৬ বছর পূর্ণ করতে যাওয়া মেসির জন্য ইন্টার মায়ামি হতে পারে শেষ পেশাদার ক্লাব। মেসিকে অ্যামেরিকার ফুটবলের সঙ্গে যুক্ত করে এমএলসের জনপ্রিয়তা বাড়াতে চাইছে ইন্টার মায়ামি।

এ মাসের ৩০ তারিখ পিএসজির সঙ্গে মেসির চুক্তি শেষ হচ্ছে। এরপরই ইন্টার মায়ামি তাকে ভেড়ানোর আনুষ্ঠানিকতা শুরু করবে। ৫ কিংবা ৯ জুলাই মেসিকে মায়ামির জার্সিতে প্রথমবার মাঠে দেখা যেতে পারে।

তার আগে আর্জেন্টিনার হয়ে ১৫ ও ১৯ জুন যথাক্রমে অস্ট্রেলিয়া ও ইন্দোনেশিয়ার বিপক্ষে মাঠে নামবেন সাতবারের ব্যলন ডরজয়ী।


0 মন্তব্য

মন্তব্য করুন