গ্রিসে নৌকাডুবি: উদ্ধার যাত্রীদের মধ্যে ১২ পাকিস্তানি

টিবিএন ডেস্ক

জুন ১৭ ২০২৩, ১৭:০৮

গ্রিসে ডুবে যাওয়ার আগে অভিবাসীবাহী নৌকাটির ছবি তুলেছিল স্থানীয় কোস্ট গার্ড। ছবি: হেলেনিক কোস্ট গার্ড

গ্রিসে ডুবে যাওয়ার আগে অভিবাসীবাহী নৌকাটির ছবি তুলেছিল স্থানীয় কোস্ট গার্ড। ছবি: হেলেনিক কোস্ট গার্ড

  • 0

গ্রিসের উপকূলে গত বুধবার অভিবাসীবোঝাই একটি নৌকাডুবির পর জীবিত উদ্ধার যাত্রীদের মধ্যে অন্তত ১২ পাকিস্তানি নাগরিক আছেন। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে এ তথ্য জানিয়েছে রয়টার্স।

মন্ত্রণালয় মুখপাত্র মুমতাজ জাহরা বালোচ বলেন, সরকার এ পর্যন্ত প্রাণ হারানো পাকিস্তানির সংখ্যা বা তাদের পরিচয় যাচাই করতে পারেনি। নিখোঁজ আত্মীয়দের সন্ধানে আসা ব্যক্তিদের মন্ত্রণালয়ে পরিচয় নথি এবং ডিএনএ রিপোর্ট আনতে অনুরোধ করা হয়েছে।

বুধবারের দুর্ঘটনায় মৃতের সংখ্যা কয়েক শ হতে পারে। প্রত্যক্ষদর্শীদের বর্ণনা অনুযায়ী, ৪০০ থেকে ৭৫০ জন ব্যক্তি মাছ ধরার ওই নৌকাটিতে ছিলেন। দক্ষিণ গ্রিক শহর পাইলোস থেকে প্রায় ৫০ মাইল দূরে ডুবে যায় নৌকাটি।

আরও পড়ুন: গ্রিসে ডুবে যাওয়া অভিবাসীবাহী নৌকায় ছিলেন ৭৫০ যাত্রী

এর আগে গ্রিক কর্তৃপক্ষ জানিয়েছিল, ১০৪ জন জীবিত এবং ৭৮ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নতুন করে জীবিত কাউকে খুঁজে পাওয়ার আশা ম্লান হয়ে গেছে।

গ্রিসের সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, নৌকাটির বেশিরভাগ যাত্রীই ইজিপ্ট, সিরিয়া ও পাকিস্তানের নাগরিক।


0 মন্তব্য

মন্তব্য করুন