ফ্লোরিডায় এলোপাতারি গুলিতে শিশুর মৃত্যু

টিবিএন ডেস্ক

জুলাই ৫ ২০২৩, ২৩:৩৬

ফ্লোরিডার ট্যাম্পায় গুলিতে এক শিশু নিহত হয়েছে। ছবি: এবিসি নিউজ

ফ্লোরিডার ট্যাম্পায় গুলিতে এক শিশু নিহত হয়েছে। ছবি: এবিসি নিউজ

  • 0

ফ্লোরিডার ট্যাম্পায় ফোর্থ অফ জুলাইয়ের ছুটিতে অস্ত্রধারীর এলোপাতারি গুলিতে ৭ বছর বয়সী এক শিশু নিহত হয়েছে। মঙ্গলবার জেট স্কি নিয়ে বিবাদের জেরে এ ঘটনা ঘটে।

পুলিশ জানিয়েছে, পথচারী শিশু ছেলেটির মাথায় গুলি লাগায় ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে।

ট্যাম্পা পুলিশের ডেপুটি চিফ ক্যালভিন জনসন বুধবার এক সংবাদ সম্মেলনে জানান, সে সময় শিশুটি তার দাদার সঙ্গে ছিল। এলোপাতারি গুলি শুরু হওয়ার পর ছেলেটির দাদা তাকে নিরাপদে রাখতে রাস্তার পাশের একটি ট্রাকের আড়ালে নিয়ে যায়।

তবে শেষ রক্ষা হয়নি। আচমকা একটি বুলেট এসে ছেলেটির মাথায় লাগে। পুলিশের ধারণা, তার দাদাও ওই একই বুলেটে আহত হয়েছেন।

জনসন বলেন, অস্ত্রধারী রাগের মাথায় ‘কাণ্ডজ্ঞানহীন’ ভাবে গুলি চালিয়েছে।

তিনি বলেন, ‘বিচের খুব কাছে জেট স্কি চালানো নিয়েই দুই দলের বিবাদ শুরু হয়। এক পর্যায়ে জেটস্কির দলের উপর গুলি চালায় অস্ত্রধারী।’

এ ঘটনায় এখনও কাওকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।

সন্দেহভাজন অস্ত্রধারীর উদ্দেশ্যে জনসন বলেন, ‘আপনি আত্মসমর্পণ করুন… একবার ভেবে দেখুন, নিহত ছেলেটি যদি আপনার সন্তান হতো।’


0 মন্তব্য

মন্তব্য করুন