পুলিশ হেফাজতে পিএসজি কোচ গালতিয়ে

টিবিএন ডেস্ক

জুলাই ১ ২০২৩, ১:৩৫

পিএসজির অনুশীলনে কোচ ক্রিস্তোফ গালতিয়ে। ছবি: পিএসজি

পিএসজির অনুশীলনে কোচ ক্রিস্তোফ গালতিয়ে। ছবি: পিএসজি

  • 0

বৈষম্যমূলক আচরণের কারণে প্যারিস সেইন্ট জার্মেইর (পিএসজি) কোচ ক্রিস্তোফ গালতিয়েকে পুলিশি হেফাজতে নেয়া হয়েছে।

ফরাসি সংবাদমাধ্যম আরএমসি স্পোর্টের জানিয়েছে, গালতিয়ে ও তার ছেলে ইয়হান ভ্লায়োভিচকে শুক্রবার সকালে পুলিশি হেফাজতে নেওয়া হয়। গালতিয়ের কনসালটেন্ট হিসেবে কাজ করেন ভ্লায়োভিচ।

আরেক সংবাদপত্র লেকিপের দাবি, গালতিয়ে ও তার ছেলের বিরুদ্ধে বর্ণবাদের অভিযোগ এনেছেন নিসের স্পোর্টিং ডিরেক্টর জুলিয়ো ফুরনিয়ে।

পিএসজির আগে আরেক ফরাসি ক্লাব নিসের হেড কোচ ছিলেন গালতিয়ের। দায়িত্বে থাকার সময় গালতিয়ে বৈষম্যমূলক, বর্ণবাদী ও ইসলামোফোবিক মন্তব্য করেছেন, এমন অভিযোগ রয়েছে।

বর্ণবাদের অভিযোগ নিয়ে অনুসন্ধানকারী তদন্ত টিম ৬২ বছর বয়সী গালতিয়ে ও তার ছেলেকে তলব করে।

তদন্তকারীরা গ্রেপ্তারকৃত ব্যক্তিদের কেবল ২৪ ঘন্টার জন্য আটকে রাখতে পারেন। এর মধ‍্যে হয় মুক্তি দিতে হবে নয়তো গ্রেফতার করে আদালতে হাজির করতে হবে।

অভিযোগ প্রমাণিত হলে ৩ বছরের কারাদণ্ড হতে পারে গালতিয়ের।


0 মন্তব্য

মন্তব্য করুন