মসজিদে নামাজের সময় ইমামের ওপর হামলা

টিবিএন ডেস্ক

এপ্রিল ৯ ২০২৩, ২৩:৪০

মসজিদে নামাজের সময় ইমামের ওপর হামলা
  • 0

নিউ জার্সিতে মসজিদের ভেতরে দুর্বৃত্তের হামলায় আহত হয়েছেন এক ইমাম।

পিটারসনের গেটি অ্যাভিনিউ-এর ওমার মসজিদে রোববার সকালে নামাজের সময় এ ঘটনা ঘটে।

এবিসি সেভেনের খবরে জানানো হয়েছে, সকালের নামাজের সময় এক দুর্বৃত্ত ইমাম সাঈদ এলনাকিবকে কুপিয়েছে। তাকে হাসপাতালে নেয়া হয়েছে।

কাউন্সিলম্যান আল আবদেল আজিজ ফেসবুক পোস্টে বলেন, ‘ভারমুক্ত হয়েছি জেনে যে ইমাম সাঈদ এলনাকিব এখন শঙ্কামুক্ত। তার দ্রুত আরোগ্য কামনা করছি। তার ও তার পরিবারের এই কঠিন সময়ে দোয়া ও শুভকামনা জানাচ্ছি।‘

হামলাকারী বা ঘটনার বিস্তারিত তথ্য এখনও জানা যায়নি।

নর্থ জার্সি ডটকম এর প্রতিবেদনে বলা হয়েছে, ঘটনার সময় প্রায় ২০০ জন ওই মসজিদে নামাজে ছিলেন। ইমামকে পেছন থেকে হামলা করার পরপরই সবাই মিলে হামলাকারীকে ধরে ফেলে। 

হামলাকারী নামাজ আদায় করছিলেন না, তবে মসজিদে তিনি কোনোভাবে আগেই প্রবেশ করেছিলেন বলে জানিয়েছে মসজিদ কর্তৃপক্ষ। তার পরিচয় বা হামলার উদ্দেশ্য রোববার দুপুর পর্যন্ত জানা যায়নি।

পিটারসন পাবলিক সেফটি ডিরেক্টর জেরি স্পেযিয়েল বলেছেন, হামলাকারীর নামে মামলা হবে রোববারই। 

আহত ইমামকে দেখতে সেইন্ট জোসেফস ইউনিভার্সিটি মেডিক্যাল সেন্টারে গিয়েছেন মেয়র অ্যান্দ্রে স্যায়েগ। হামলাকারীকে তাৎক্ষণিক আটকের প্রশংসা করেছেন তিনি।


0 মন্তব্য

মন্তব্য করুন