দাঙ্গা থামাতে বৃহস্পতিবার থেকে ৩ জুলাই পর্যন্ত প্যারিসের পার্শ্ববর্তী ক্লামার্ত শহরে কারফিউ জারি করা হয়েছে। একই সঙ্গে প্যারিস ও এর আশেপাশের অঞ্চলে রাত ৯টার পর বাস ও ট্রাম বন্ধ করে দেয়ার ঘোষণা দেয় কর্তৃপক্ষ।
ক্লামার্ত নগর কর্তৃপক্ষ জানিয়েছে, ৩ জুলাই পর্যন্ত রাত ৯টা থেকে সকাল ৬টা পর্যন্ত কারফিউ চলবে।
চলমান সংঘাতে দাঙ্গাকারীরা গণপরিবহণে বেশ কয়েকবার হামলা চালিয়েছেন। প্যারিস ও এর আশেপাশের এলাকায় যে কারণে বাস-ট্রাম বন্ধ করে দিচ্ছে কর্তৃপক্ষ।
এর আগে, ১৭ বছর বয়সী নাহেল এমকে হত্যার ঘটনায় অভিযুক্ত ফ্রেঞ্চ পুলিশ কর্মকর্তাকে আনুষ্ঠানিক তদন্তের আওতায় নেয়া হয়। অন্যদিকে নিহত কিশোরকে স্মরণ করে ও হত্যার প্রতিবাদে মার্চ করেছেন বিক্ষোভকারীরা।
প্যারিসের নান্টেরে শহরের একটি ট্রাফিক স্টপেজে গত মঙ্গলবার নর্থ-আফ্রিকান বংশোদ্ভূত কিশোর নাহেল এমকে গুলি করে হত্যার ঘটনায় ফ্রান্সজুড়ে তীব্র আন্দোলন শুরু হয়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কয়েক হাজার নিরাপত্তা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। দেশটির প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ সিনিয়র মন্ত্রীদের সঙ্গে জরুরি বৈঠক করেছেন।
এ হত্যাকে ‘অমার্জনীয়’ বলেছেন ম্যাক্রোঁ। সেইসঙ্গে সহিংসতা না ছড়িয়ে বিক্ষোভকারীদের শান্ত হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।
অস্থিতিশীল পরিস্থিতি এড়াতে দেশজুড়ে রাস্তায় ৪০ হাজার পুলিশ মোতায়েন করা হয়েছে বলেও জানিয়েছে মন্ত্রণালয়।