কারাগারে ছুরিকাঘাতে আহত ল্যারি নাসার

টিবিএন ডেস্ক

জুলাই ১০ ২০২৩, ২৩:৩৪

যৌন হয়রানির দায়ে সাজা পাওয়া সাবেক ডাক্তার ল্যারি নাসারের উপর কারাগারে হামলা। ছবি: সংগৃহীত

যৌন হয়রানির দায়ে সাজা পাওয়া সাবেক ডাক্তার ল্যারি নাসারের উপর কারাগারে হামলা। ছবি: সংগৃহীত

  • 0

যৌন হয়রানির দায়ে সাজা পাওয়া অ্যামেরিকার ন্যাশনাল জিমন্যাস্টিক দলের সাবেক ডাক্তার ল্যারি নাসারের উপর কারাগারে হামলা হয়েছে। উপর্যুপরি ছুরিকাঘাতে গুরুতর আহত নাসারকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, রোববার আরেক বন্দীর সঙ্গে তার তর্কাতর্কি হয়। এক পর্যায়ে তাকে ছুরিকাঘাত করেন ওই বন্দী।

তার ঘাড়ে দুইবার, পিঠে দুইবার ও বুকে ছয়বার আঘাত করা হয়। এতে তার ফুসফুস অকার্যকর হয়ে পড়ে।

ফেডারেল ব্যুরো অফ প্রিজন এক বিবৃতিতে জানিয়েছে, রোববার স্থানীয় সময় দুপুর ২টা ৩৫ মিনিটে ফ্লোরিডার পেনিটেনশিয়ারি কোলম্যান কারাগারে এই ঘটনা ঘটে।

ইউএসএ জিমন্যাস্টিক প্রোগ্রাম ও মিশিগান স্টেইট ইউনিভার্সিটিতে হাসপাতালে দায়িত্বে থাকা অবস্থায় জিমন্যাস্টদের যৌন হয়রানির দায়ে ৫৯ বছর বয়সী ল্যারি নাসারকে ১৭৫ বছরের কারাদন্ড দেয়া হয়।

এর আগে শিশু পর্নোগ্রাফির অভিযোগেও তিনি দোষী সাব্যস্ত হন।


0 মন্তব্য

মন্তব্য করুন