ব্রিকসের সদস্যপদ পাওয়ার পথে বাংলাদেশ

টিবিএন ডেস্ক

জুন ১৫ ২০২৩, ১১:৩২

সাউথ আফ্রিকার প্রেসিডেন্ট মাতামেলা সিরিল রামাপোশার সঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি: বাসস

সাউথ আফ্রিকার প্রেসিডেন্ট মাতামেলা সিরিল রামাপোশার সঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি: বাসস

  • 0

বাংলাদেশ শিগগিরই ব্রিকসের সদস্য পদ পেতে পারে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন।

তিনি বলেছেন, জেনেভায় প্যালেস ডি নেশনসের দ্বিপাক্ষিক মিটিং রুমে সাউথ আফ্রিকার প্রেসিডেন্ট মাতামেলা সিরিল রামাপোশার সঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাক্ষাতকালে বিষয়টি উত্থাপিত হওয়ায় শিগগিরই বাংলাদেশের ব্রিকসের সদস্যপদ পাওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে।

বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘ব্রিকস ব্যাংক সম্প্রতি বাংলাদেশকে অতিথি হিসেবে আমন্ত্রণ জানিয়েছে। ভবিষ্যতে ব্রিকস বাংলাদেশকে যোগ দেয়ার আমন্ত্রণ জানাবে।’

মোমেন জানান, সাউথ আফ্রিকায় আগামী আগস্টে বিকসের সম্মেলন হবে এবং শেখ হাসিনা এতে যোগ দেবেন।

ব্রিকসে বর্তমানে পাঁচ সদস্য দেশ হলো ব্রাজিল, ভারত, চায়না, সাউথ আফ্রিকা ও রাশিয়া।

ভবিষ্যতে আরও আটটি দেশ সদস্য পদ পাবে। আমন্ত্রণ পাওয়া দেশের মধ্যে বাংলাদেশ, সৌদি আরব, ইউনাইটেড আরব আমিরাত ও ইন্দোনেশিয়া রয়েছে।

বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘এটি আমাদের অর্থায়নের আরেকটি ক্ষেত্র হবে। এটা আমাদের জন্যে ভালো হবে যেহেতু আমাদের টাকা প্রয়োজন।’

তিনি বলেন, শেখ হাসিনা দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে বাংলাদেশে একটি মিশন খুলতে সাউথ আফ্রিকাকে অনুরোধ জানিয়েছেন।

এর আগে মাল্টার প্রেসিডেন্ট ড. জর্জ ভেল্লাও একই জায়গায় শেখ হাসিনার সঙ্গে দেখা করেন।

শেখ হাসিনা তাকেও ঢাকায় মিশন খোলার অনুরোধ করেন। এছাড়া তিনি আরএমজি পণ্য ও ওষুধ আমদানি করতে মাল্টার প্রতি অনুরোধ জানান।

এর পর আইএলও মহাপরিচালক গিলবার্ট এফ হাউনবো একই জায়গায় বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেন।

এ সময়ে বাংলাদেশের পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন, শ্রম ও কর্মসংস্থান সচিব মো. এহসান ই-এলাহী এবং শেখ হাসিনার স্পিচ রাইটার এম নজরুল উপস্থিত ছিলেন।


0 মন্তব্য

মন্তব্য করুন