ওরেগনে ৩ গাড়ির সংঘর্ষে ৭ প্রাণহানি: ট্রাকচালক গ্রেফতার

টিবিএন ডেস্ক

মে ২০ ২০২৩, ২৩:২৯

ওরেগনে তিন গাড়ির সংঘর্ষে ৭ জন নিহত হন। ছবি: এপি

ওরেগনে তিন গাড়ির সংঘর্ষে ৭ জন নিহত হন। ছবি: এপি

  • 0

ওরেগন স্টেইটের অ্যালবানিতে দুই সেমিট্রাক ও ভ্যানের সংঘর্ষে ৭ জন নিহতের ঘটনায় একটি সেমিট্রাকের চালককে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ জানিয়েছে , হত্যা, আন্ডার দ্য ইনফফ্লুয়েন্স ড্রাইভিংসহ একাধিক অভিযোগে শুক্রবার তাকে গ্রেফতার করা হয়।

অ্যালবানি থেকে ৭ কিলোমিটার উত্তরে ইন্টারস্টেইট ফাইভে বৃহস্পতিবার দুপুরে এই দুর্ঘটনা ঘটে। 

কর্তৃপক্ষ জানায়, ওই ভ্যানে ১১ যাত্রী ছিলেন। তাদের মধ্যে ৬ জন ঘটনাস্থলেই নিহত হন। হাসপাতালে নেয়ার পথে মৃত্যু হয় আরও এক জনের। বাকি চারজন আহত হন। হতহতদের পরিচয় পুলিশ প্রকাশ করেনি। 

ক্যালিফোর্নিয়ার নর্থ হাইল্যান্ডে বসবাসকারী ৫২ বছর বয়সী ওই সেমিট্রাক চালকের নাম লিংকন ক্লেটোন স্মিথ।

পুলিশ জানিয়েছে, তিনি নেশাগ্রস্ত অবস্থায় বেপরোয়াভাবে গাড়ি চালাচ্ছিলেন। গ্রেফতারের পর তাকে মেরিয়ন কাউন্টি জেলে নেয়া হয়। 

স্থানীয় সংবাদমাধ্যম সালেম স্টেটসম্যানের রিপোর্ট বলছে, দুর্ঘটনার আগের দিন নেশাজাতীয় দ্রব্য নেয়ার কথা স্বীকার করেছেন স্মিথ।

 এই দুর্ঘটনাটি সাম্প্রতিক বছরগুলোতে ওরেগনে ঘটে যাওয়া সবচেয়ে মারাত্মক দুর্ঘটনাগুলোর একটি।


0 মন্তব্য

মন্তব্য করুন