নিউ ইয়র্কে বন্যায় ১ প্রাণহানি

টিবিএন ডেস্ক

জুলাই ১০ ২০২৩, ২১:০১

নিউ ইয়র্ক স্টেইটের বিভিন্ন জায়গায় অতিরিক্ত বৃষ্টিতে বন্যার সৃষ্টি হয়। ছবি: সংগৃহীত

নিউ ইয়র্ক স্টেইটের বিভিন্ন জায়গায় অতিরিক্ত বৃষ্টিতে বন্যার সৃষ্টি হয়। ছবি: সংগৃহীত

  • 0

নিউ ইয়র্কের অরেঞ্জ কাউন্টিতে বন্যায় এক নারীর মৃত্যু হয়েছে। অরেঞ্জ কাউন্টির মুখপাত্র জানান, বন্যায় ডুবে যাওয়া রাস্তায় পা পিছলে রোববার হাইল্যান্ডের ওই নারীর মৃত্যু হয়।

নিউ ইয়র্ক স্টেইটের বিভিন্ন জায়গায় অতিরিক্ত বৃষ্টিতে বন্যার সৃষ্টি হয়। ন্যাশনাল ওয়েদার সার্ভিস বেশ কয়েকটি কাউন্টিতে বন্যা সতর্কতা জারি করেছে।

আবহাওয়াবিদরা জানিয়েছেন, অরেঞ্জ, পুটনাম, রকল্যান্ড ও ওয়েস্টচেস্টারসহ বেশ কিছু কাউন্টি সতর্কতার অধীনে ছিল।

কিছু কিছু অঞ্চলে আট ইঞ্চি পর্যন্ত বৃষ্টি হয়েছে। পানিতে অরেঞ্জ কাউন্টির হাইল্যান্ডের ওয়েস্ট পয়েন্ট হাইওয়ে ডুবে গেছে। একাধিক গাড়ি পানিতে ডুবে আছে।

অতিবৃষ্টির কারণে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে বিভিন্ন এলাকা।দুর্গম এলাকা থেকে কয়েক ডজন ব্যক্তিকে উদ্ধার করা হয়েছে।

রকল্যান্ড কাউন্টির মুখপাত্র জানিয়েছেন, স্টোনি পয়েন্টের লো ল্যান্ড হিলসে আটকে পরা শিশুসহ ছয়জন হাইকারকে নিকটবর্তী বিয়ার মাউন্টেইন থেকে উদ্ধার করা হয়েছে।

ক্ষতিগ্রস্ত রাস্তায় গাড়ি চালানোর ক্ষেত্রে চালকদের আরও সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন গভর্নর ক্যাথি হোকুল। গাড়ি চলাচলের উপযোগী না হওয়া পর্যন্ত রুট নাইন ডব্লিউ এবং এক্সিট ফরটিনের নর্থের প্যালিস্যাডেস পার্কওয়ে বন্ধ রয়েছে।

বৈরি আবহাওয়ার কারণে নিউ ইয়র্ক বিমানবন্দর থেকে ৩৮২টি, জেএফকে বিমানবন্দর থেকে ৩০৮টি এবং লাগোর্ডিয়া বিমানবন্দর থেকে ৪৮৯টি ফ্লাইট বাতিল করেছে কর্তৃপক্ষ।


0 মন্তব্য

মন্তব্য করুন