গ্রীষ্মে পুড়ছে বাংলাদেশ, ঢাকায় ১৯৬৫ সালের পর রেকর্ড উত্তাপ

টিবিএন ডেস্ক

এপ্রিল ১৫ ২০২৩, ১৭:৩০

গ্রীষ্মে পুড়ছে বাংলাদেশ, ঢাকায় ১৯৬৫ সালের পর রেকর্ড উত্তাপ
  • 0

তীব্র তাপপ্রবাহে পুড়ছে বাংলাদেশ। রাজধানী ঢাকায় শনিবার ৪০ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এটি ১৯৬৫ সালের পর ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা বলে জানিয়েছেন বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ বজলুর রশিদ।

বাংলাদেশে শনিবার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় চুয়াডাঙ্গায় ৪২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়া অধিদপ্তর শনিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে জানায়, খুলনা বিভাগসহ ঢাকা, ফরিদপুর, মানিকগঞ্জ, রাজশাহী, পাবনা ও পটুয়াখালী জেলার ওপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। দেশের বাকি এলাকায় মৃদু থেকে মাঝারি তাপপ্রবহ বইছে এবং তা অব্যাহত থাকতে পারে। 

সারা দেশে দিনের ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। 

পূর্বাভাসে বলা হয়, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে।

তবে আগামী ৭২ ঘণ্টার শেষের দিকে দিনের তাপমাত্রা কিছুটা কমতে পারে বলেও পূর্বাভাসে বলা হয়েছে। 

বাংলাদেশে শুক্রবার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় চুয়াডাঙ্গায় ৪১ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস, আর সর্বনিম্ন তাপমাত্রা ছিল রাঙ্গামাটিতে ২০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়া অফিস বলছে, লঘুচাপের বাড়তি অংশ পশ্চিমবঙ্গ ও এর কাছাকাছি এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।


0 মন্তব্য

মন্তব্য করুন