লিথুয়ানিয়ার ভিলনিয়াসে নেইটো জোটের ৭৪তম বার্ষিক শীর্ষ সম্মেলনের আগে বাইডেন এক বিবৃতিতে সোমবার বলেন, ‘আমি আজ সন্ধ্যায় তুর্কিয়ে, সুইডেন ও নেইটো মহাসচিবের দেয়া বিবৃতিকে স্বাগত জানাই। যার মধ্যে প্রেসিডেন্ট এরদোয়াঁর সুইডেনকে নেইটো অন্তর্ভুক্তির প্রক্রিয়ায় সম্মতির প্রস্তাব তুর্কিয়ের পার্লামেন্টে প্রেরণের প্রতিশ্রুতি রয়েছে।’
তিনি আরও বলেন, ‘আমি ইউরো-আটলান্টিক এলাকার প্রতিরক্ষা ও প্রতিরোধ সক্ষমতা বাড়াতে প্রেসিডেন্ট এরদোয়াঁ ও তুরকিয়ের সঙ্গে কাজ করতে প্রস্তুত আছি। আমি প্রধানমন্ত্রী ক্রিস্টারসন ও সুইডেনকে আমাদের ৩২তম নেইটো মিত্র হিসাবে স্বাগত জানাতে উন্মুখ হয়ে আছি। এর সঙ্গে আমি মহাসচিব স্টলটেনবার্গকে তার অবিচল নেতৃত্বের জন্য ধন্যবাদ জানাই।’
নেইটো মহাসচিব জেনস স্টলটেনবার্গ সোমবার দুপুরে ঘোষণা করেন, তার, এরদোয়াঁ এবং সুইডেনের প্রধানমন্ত্রী উলফ ক্রিস্টারসনের মধ্যে একটি চুক্তি হয়েছে।
স্টলটেনবার্গ এটিকে একটি ‘ঐতিহাসিক পদক্ষেপ’ বলেছেন যা নেইটো মিত্রদের শক্তিশালী করবে।
বাইডেন লন্ডনে যাত্রাবিরতির পর সোমবার লিথুয়ানিয়ায় পৌঁছান। মঙ্গলবার সকালে ভিলনিয়াসে তার ও এরদোয়াঁর বৈঠক হওয়ার কথা।