প্রাথমিক এক প্রতিবেদনের বরাত দিয়ে বাসিলান প্রদেশের দুর্যোগ হ্রাস ও ব্যবস্থাপনা অফিসের প্রধান নিক্সন অ্যালোঞ্জো স্থানীয় একটি রেডিওকে বলেন, ‘সমুদ্রে ঝাঁপ দেয়া ৭ যাত্রী নিখোঁজ রয়েছেন। অন্তত ১৯৫ যাত্রী ও ৩৫ ক্রুকে উদ্ধার করা হয়েছে।’
তিনি বলেন, ‘উদ্ধারকারীরা জাহাজে ৪টি মৃতদেহ খুঁজে পায় এবং ৬ জনকে জীবিত উদ্বার করেছে।’
আলোঞ্জো বলেন, ‘পানিতে ঝাঁপ দেয়া যাত্রীরা ডুবে মারা গেছেন। কেউ কেউ দগ্ধ হয়েছেন বলে ধারণা করা হচ্ছে।’
অ্যালোঞ্জো আরও জানান, এমভি লেডিমেরি জয় ফেরিটি জোলো থেকে জাম্বোয়াঙ্গা শহরের দিকে যাওয়ার পথে বুধবার রাত স্থানীয় সময় ১০টার দিকে বাসিলান প্রদেশের হাদজি মুহাম্মদ শহরের বালুক-বালুক দ্বীপের জলে পৌঁছালে সেটিতে আগুন ধরে যায়।
ফিলিপাইন কোস্ট গার্ড ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছে, তারা অনুসন্ধান ও উদ্ধার অভিযানে সহায়তায় কর্মী ও জাহাজ মোতায়েন করেছে।