ক্যালিফোর্নিয়ায় বিমান সাগরে, ২ আরোহী নিহত

টিবিএন ডেস্ক

মে ২২ ২০২৩, ১৮:৪৯

বিমান বিধ্বস্তে  নিহত হন বিমানের পাইলট ও কো-পাইলট।ছবি: গেটি ইমেযেস

বিমান বিধ্বস্তে নিহত হন বিমানের পাইলট ও কো-পাইলট।ছবি: গেটি ইমেযেস

  • 0

নর্দান ক্যালিফোর্নিয়া থেকে হাওয়াইয়ের উদ্দেশে উড়াল দেয়া একটি বিমান বিধ্বস্ত হয়ে দুজন প্রাণ হারিয়েছেন।

ফেডারেল কর্তৃপক্ষ জানায়,ছোট বিমানটি শনিবার উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই প্রশান্ত মহাসাগরে বিধ্বস্ত হয়।

ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশনের তথ্য অনুযায়ী, টার্বোপ্রপ বিমানটি সান ফ্রান্সিস্কোর উত্তরে সনোমা কাউন্টির সান্টা রোসা থেকে হনুলুলু যাচ্ছিল।

ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড এক বিবৃতিতে জানায়, ভাইকিং এয়ার ডিএইচসি-সিক্স-ফোর জিরো জিরো টুইন অটার বিমানটি আনুমানিক দুপুর সোয়া ২টার দিকে বিধ্বস্ত হয়। ক্যালফোর্নিয়ার হাফ মুন বে উপকূল থেকে প্রায় ৪০ মাইল (৬৪ কিলোমিটার) দূরে এটি ভেঙে পড়ে। 

অ্যামেরিকান কোস্ট গার্ড বিমানের ধ্বংসাবশেষ খুঁজে পেয়েছে। তারা নিশ্চিত করেছে, বিমানের পাইলট ও কো-পাইলট আঘাত পেয়ে প্রাণ হারিয়েছেন। তারা ছাড়া ওই বিমানে আর কোনো আরোহী ছিলেন না। 

ভাইকিং এয়ারের ওয়য়েবসাইটের তথ্য অনুযায়ী, এই মডেলের বিমান ১৯ জন যাত্রী নিতে সক্ষম। 

দুর্ঘটনার কারণ অনুসন্ধান করছে এনটিএসবি ও এফএএ। 


0 মন্তব্য

মন্তব্য করুন