৮৩-তে চতুর্থ সন্তানের বাবা হলেন আল পাচিনো

টিবিএন ডেস্ক

জুন ১৬ ২০২৩, ১৩:২২

চতুর্থ সন্তানের বাবা হলেন আল পাচিনো । ছবি: সংগৃহীত

চতুর্থ সন্তানের বাবা হলেন আল পাচিনো । ছবি: সংগৃহীত

  • 0

হলিউডের জনপ্রিয় অভিনয়শিল্পী আল পাচিনো ৮৩ বছর বয়সে চতুর্থবারের মতো বাবা হয়েছেন। তার প্রেমিকা নুর আলফাল্লাহ সম্প্রতি ছেলে সন্তানের জন্ম দিয়েছেন, যার নাম রাখা হয় রোমান।

পাচিনোর পাবলিসিস্ট স্ট্যান রোজেনফিল্ড বৃহস্পতিবার এসব তথ্য প্রকাশ করেছেন। তবে বিস্তারিত কোনো তথ্য তিনি জানাননি।

সাবেক প্রেমিকা অভিনয় প্রশিক্ষক য্যান ট্যারেন্টের সঙ্গে জন্ম নেয় গডফাদার খ্যাত হলিউড স্টার পাচিনোর প্রথম সন্তান। জুলি ম্যারি নামের মেয়েটির বয়স এখন ৩৩। এরপর অভিনয়শিল্পী বেভারলি ডি’অ্যাঞ্জেলোর গর্ভে জন্ম নেয় তার যমজ সন্তান। তারা এখন ২২ বছর বয়সী।

নুর আলফাল্লাহ একজন প্রযোজক। ২৯ বছর বয়সী আলফাল্লাহর সঙ্গে পাচিনোর সম্পর্ক ২০২২ সালের এপ্রিল থেকে।

পাচিনোর সহশিল্পী হলিউডের আরেক তারকা অভিনেতা রবার্ট ডি নিরো গত মাসে ৭৯ বছর বয়সে সপ্তমবারের মতো বাবা হয়েছেন।


0 মন্তব্য

মন্তব্য করুন