তবে সপ্তম সন্তানের মায়ের পরিচয় তিনি প্রকাশ করেননি।
সম্প্রতি ইটি কানাডাকে দেয়া সাক্ষাৎকারে নতুন খবরটি জানিয়েছেন অস্কারজয়ী এই অভিনয়শিল্পী।
সাক্ষাৎকারের এক পর্যায়ে তাকে পিতৃত্ব নিয়ে প্রশ্ন করতে গিয়ে সাংবাদিক বলেন, ‘আমরা তো জানি আপনি ছয় সন্তানের বাবা…’
ডি নিরো তাকে থামিয়ে দিয়ে বলেন, ‘আসলে সাত সন্তানের… সবেমাত্র আমার আরেক সন্তান এসেছে।’
তার মুখপাত্রও বিষয়টি নিশ্চিত করেছেন। তবে সন্তানের মায়ের কোনো পরিচয় দেননি।
সম্প্রতি টিফ্যানি চেন নামের এক মার্শাল আর্ট ইনস্ট্রাক্টরের সঙ্গে তার প্রেমের সম্পর্কের গুঞ্জণ উঠেছে। যদিও এ নিয়ে প্রকাশ্যে কখনও কথা বলেননি তারা।
আগের তিনটি সম্পর্কে ছয় সন্তানের বাবা হন গডফাদার খ্যাত এই স্টার।
পিতৃত্বের অভিজ্ঞতা কেমন জানতে চাইলে ডি নিরো বলেন, ‘আমার মনে হয় না আমি কখনও ‘কুল ড্যাড’ হতে পেরেছি। আমার তাতে সমস্যা নেই। আমার সন্তানদের সঙ্গে প্রায়ই বিভিন্ন বিষয়ে মতভেদ হয়। তারা এ বিষয়ে শ্রদ্ধাশীল।’
নতুন সন্তানের বিষয়ে তিনি বলেন, ‘আমার সবচেয়ে ছোটটার সঙ্গে এখন আরও নতুন কিছু অভিজ্ঞতা হবে। এভাবেই তো চলে, তাই না?’
ডি নিরো দুই বার বিয়ে করেছিলেন। তার দুই সন্তানের মা হলেন অভিনয়শিল্পী ও কণ্ঠশিল্পী ডায়নে অ্যাবট। তবে তারা নিরোর বায়োলজিক্যাল নন, অ্যাবটের আগের সম্পর্কের সন্তান। তাদেরকে নিরো অ্যাডপ্ট করেন।
দ্বিতীয় সাবেক স্ত্রী গ্রেস হাইটোয়ারের সঙ্গে নিরোর আরও দুই সন্তান হয়। এরপর বান্ধবী অভিনয়শিল্পী টোকি স্মিথের সঙ্গে হয় দুই জমজ সন্তান।