পাবলিক ব্রডকাস্ট এমডিআর জানায়, লুটের ঘটনায় অভিযুক্ত ছিলেন ছয় জন, তাদের এক জন খালাস পেয়েছেন। বাকি পাঁচ জনকে মঙ্গলবার বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেয়া হয়। তবে কারা কত মেয়াদে সাজা পেয়েছেন তা তাৎক্ষণিক জানা যায়নি।
অপরাধীদের দলটি ২০১৯ সালের ২৫ নভেম্বর ড্রেযডেনের ঐতিহাসিক গ্রিন ভল্টে প্রবেশ করে। সিসিটিভি ফুটেজে দেখা যায়, দুজন মুখোশধারী কাঁচ ভেঙে ২১টি হীরাখচিত এতিহাসিক নিদর্শন নিয়ে যায়।
স্যাক্সনি পুলিশের প্রকাশিত একটি ভিডিও ফুটেজে দেখা যায়, গাঢ় পোশাক পরা দুই ব্যক্তি ফ্ল্যাশলাইট ব্যবহার করে গ্যালারির দিকে দ্রুত এগিয়ে যাচ্ছেন। তাদের মধ্যে একজন কুড়ালের আঘাতে গ্যালারির কাঁচ ভাঙেন। ডাকাতির সময় কাছাকাছি এলাকায় বৈদ্যুতিক লাইনে আগুন লাগায় রাস্তার লাইট বন্ধ ছিল।
লুট হওয়া অলঙ্কার স্যাক্সনির প্রথম রাজা ফ্রেড্রেরিক অগাস্টানের শাসনামলে তৈরি করা হয়েছিল। অসংখ্য ঐতিহাসিক মূল্যবান অলঙ্কারের সংগ্রহশালা রয়েছে এই মিউজিয়ামে। লুট হওয়া ঐতিহাসিক নিদর্শনের মধ্যে ১৭৮০-এর দশকের একটি টুপি ছিল, যা ১৫টি বড় ও ১০০টি ছোট হীরায় সজ্জিত। সেই সঙ্গে একটি ৯৬ সেন্টিমিটার তলোয়ার ও একটি স্ক্যাবার্ড রয়েছে, যাতে ৮০০টিরও বেশি হীরা ছিল।
এছাড়া ভল্টটিতে ক্রিস্টাল ও অ্যাগেটের খোদাই করা ঝিলিমিলি বাটি থেকে শুরু করে সোনালি উটপাখির ডিম গবলেট সহ বিভিন্ন ঐতিহাসিক গহনা ও মূল্যবান অলঙ্কারের সংগ্রহ ছিল।
এই মিউজিয়ামের সবচেয়ে বিখ্যাত হীরাটি ড্রেযডেন গ্রিন নামে পরিচিত। হীরাটি ৪১ ক্যারেটের একটি সবুজ রঙের হীরা। তবে অপরাধ চক্রটি এই হীরাটি চুরি করতে পারেনি, হীরাটি সে সময় নিউ ইয়র্ক মেট্রোপলিটন মিউজিয়াম অফ আর্টে ছিল।
মাত্র কয়েক মিনিটের মধ্যে ঐতিহাসিক বিপুল অলঙ্কার লুট করে চক্রটি। পরে অল্প কয়েকটি উদ্ধার করা গেছে।