৬ বছর পর জানা গেল মেয়ের অপহরক মা!

টিবিএন ডেস্ক

মে ১৭ ২০২৩, ০:০২

হেদার আনবেহাউন ও কায়লা আনবেহাউন। ছবি: সংগৃহীত

হেদার আনবেহাউন ও কায়লা আনবেহাউন। ছবি: সংগৃহীত

  • 0

ছয় বছর আগে নিখোঁজ হয় ৯ বছর বয়সী কিশোরী কায়লা আনবেহাউন। ‘ব্রিং কায়লা হোম’ নামে একটি ফেসবুক পেইয এবং দ্য মিসিং সেন্টার তাকে খুঁজে পেতে ব্যাপক প্রচার চালায়। নেটফ্লিক্স সিরিয ‘আনসল্ভড মিস্ট্রিয’ এর একটি পর্বও হয় তাকে নিয়ে। তবে অবশেষে জানা গেল কায়লাকে অপহরণ করেছিলেন তারই মা।

এখন তার বয়স ১৫ বছর। নর্থ ক্যারোলাইনায় সোমবার রাতে তাকে পাওয়া গেছে বলে জানিয়েছে ন্যাশনাল সেন্টার ফর মিসিং অ্যান্ড এক্সপ্লয়েটেড চিলড্রেন।  

কায়লার বাবা রায়ান ইসকারকা এক বিবৃতিতে বলেন, ‘কায়লা নিরাপদে বাড়ি ফেরায় আমি আনন্দিত।’

ডব্লিউএলওএস-টিভির তথ্য অনুযায়ী, এক ব্যক্তি নর্থ ক্যারোলাইনার অ্যাশেভিলের একটি শপিং সেন্টারে কায়লাকে দেখে চিনতে পেরে পুলিশকে জানায়।

কায়লাকে উদ্ধারের পর তার মা হেদার আনবেহাউনের বিরুদ্ধে একটি পরোয়ানা জারি করা হয়েছে, যার বন্ড ২৫০ হাজার ডলার।

কায়লার বাবা সিবিএস নিউয শিকাগোকে বলেছেন, ২০১৭ সালে মায়ের সঙ্গে ছুটি কাটানোর পর ৪ জুলাই কায়লাকে নিতে যান তিনি। হেদারের পরিবার ইসকারকাকে জানায়, একটি ট্রিপ থেকে কায়লা ও তার মা আর ফিরে আসেনি।

এক বিবৃতিতে সোমবার ইসকারকা আইন প্রয়োগকারী সংস্থাগুলো এবং যারা কয়েক বছর ধরে কায়লাকে খুঁজে পেতে সচেতনতা তৈরি করেছেন তাদেরকে ধন্যবাদ জানিয়েছেন।

মেয়েকে পেয়ে তিনি বলেন, ‘আমাদের প্রাইভেসি প্রয়োজন, কেননা আমরা আবার নতুন করে একে অপরকে জানতে শুরু করেছি।’


0 মন্তব্য

মন্তব্য করুন