মেক্সিকো ফিরে পেল ‘আর্থ মনস্টার’

টিবিএন ডেস্ক

মে ২১ ২০২৩, ১৭:৩৪

মেক্সিকো পাঠানোর পথে আর্থ মনস্টার। ছবি : রয়টার্স

মেক্সিকো পাঠানোর পথে আর্থ মনস্টার। ছবি : রয়টার্স

  • 0

অর্ধ শতাব্দীরও বেশি পরে আপন ঠিকানায় ফিরল ‘আর্থ মনস্টার’। প্রাচীন এই ভাস্কর্যটি মেক্সিকোকে ফেরত দিয়েছে অ্যামেরিকা।

বিশেষজ্ঞদের ধারণা, ওলমেক পাথরের এই ভাস্কর্যটি ১৯৬০ এর দশকে মেক্সিকোর চালকানসিংগো থেকে গোপনে অ্যামেরিকায় আনা হয়। 

এরপর গত শুক্রবার ২৫০০ বছর পুরানো ভাস্কর্য ফেরত পাঠানো হয় মেক্সিকোতে। ফরেন রিলেশনশস সেক্রেটারি মার্সেলো অ্যাব্রার্ড জানান, কলোরাডোর ডেনভারে মেক্সিকান কনস্যুলেটে ভাস্কর্যটি হস্তান্তর করা হয়।

দৈত্যের মতো মুখ হা করা ‘আর্থ মনস্টার’-এর উচ্চতা প্রায় ২মিটার। এই মুখের ভেতর অনায়াসে ঢুকে যেতে পারে একজন মানুষ। একে পাতালে প্রবেশের প্রতীকী দ্বার হিসেবে প্রাচীনকালে মনে করা হতো। 

বিশেষজ্ঞদের কাছে ভাস্কর্যটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ এটি প্রাচীন মেসো-অ্যামেরিকান সংস্কৃতির অংশ হিসেবে বিবেচিত। এর মধ্য দিয়ে মহাবিশ্ব সম্পর্কে সে সময়ের ধারণার প্রকাশ ঘটেছে। 

 

 


0 মন্তব্য

মন্তব্য করুন