টু-টু-টু নর্থ ওয়াশিংটন স্ট্রিটের সিটি নাইটয নামের নাইটক্লাবে শনিবার মধ্যরাতে এ ঘটনা ঘটে।
উইচিটা পুলিশ ডিপার্টমেন্টের এক্সিকিউটিভ অফিসার লুইটেন্যান্ট অ্যারন মোসেস জানিয়েছেন, ক্লাবের ভেতরে এক ব্যক্তি এলোপাতারি গুলি চালায়। চিৎকার শুনে বাইরে থাকা পুলিশ গিয়ে সাত জনকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে। পদদলিত দুজনকেও আহতদের সঙ্গে হাসপাতালে পাঠানো হয়।
তাদের বয়স ২৪ থেকে ৩৪ বছর। এর মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।
মোসেস জানান, ঘটনাস্থল থেকে একজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।