ইন্দোনেশিয়ায় ডায়াপারে তৈরি ঘর!

টিবিএন ডেস্ক

মে ২৯ ২০২৩, ১৮:১৩

ইন্দোনেশিয়ায় ডায়পার দিয়ে তৈরি ঘর। ছবি: সংগৃহীত

ইন্দোনেশিয়ায় ডায়পার দিয়ে তৈরি ঘর। ছবি: সংগৃহীত

  • 0

ইন্দোনেশিয়ায় একটি একতলা বাড়ির একাংশ নির্মিত হয়েছে ব্যবহৃত ডায়পার দিয়ে। রিসাইকেল সামগ্রী দিয়ে ঘর তৈরির গবেষণার অংশ হিসেবে সিমেন্ট ও কংক্রিটের সঙ্গে কাজে লাগানো হয়েছে ব্যবহৃত ডায়পার।

ইন্দোনেশিয়ায় প্রতিবছর শহরের জনসংখ্যা চার শতাংশ হারে বাড়ছে। বিগত তিন দশকে মানুষ আরও বেশি শহরমুখি হচ্ছে। শহরের উপর এ চাপের কারণে ময়লা আবর্জনা অপসারণসহ বাসস্থানের উপর চাপ বেড়েছে বহুগুণ।

বাসস্থানের সংকট কাটাতে এ ধরনের ব্যতিক্রমী ব্যবস্থার উদ্যোগ নিয়েছেন ইন্দোনেশিয়ার গবেষকেরা। এতে করে লোকজন কম খরচে যেমন ঘর পাবে, তেমন আবর্জনাও হবে পুনর্ব্যবহারযোগ্য। 

ডায়াপারে সাধারণত কাঠের অংশ, তুলা, রেয়ন এবং প্লাস্টিক থাকে যা ভবন নির্মাণের উপযোগী। প্রতিবেদন অনুযায়ী, ৩৬ স্কয়ার মিটারের একটি বাড়িতে ২ কিউবিক মিটারের কাছাকাছি ব্যবহৃত ডায়পারের প্রয়োজন পড়ে। 

ছোট্ট একটি একতলা, দুই বেডরুম, এক বাথরুমের একটি বাসায় ডায়পার ব্যবহার করে ঘরের ২৭ শতাংশ সাধারণ উপকরণের (সিমেন্ট, কংক্রিট) ব্যবহার কমানো সম্ভব। এমনভাবে তৈরি ঘরে কোনো ঝুঁকিও নেই।

ভবনের তলার সংখ্যা বেশি হলে ডায়পারের পরিমাণ অবশ্য কমাতে হয়। তিন তলা বাড়ির ক্ষেত্রে এ হার ১০ শতাংশ। 


0 মন্তব্য

মন্তব্য করুন