আটালান্টা থেকে ছেড়ে আসা বোয়িং ৭১৭ বিমানটি বুধবার সকালে শার্লট ডগলাস ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে নিরাপদে অবতরণ করে।
এয়ারলাইনের পক্ষ থেকে আনুষ্ঠানিক বার্তায় বলা হয়, ‘‘বিমানের পাইলটরা একটি ‘নোজ গিয়ার আনসেফ’ বার্তা পান। এরপর দুই পাইলট বিমানটিকে এয়ার ট্র্যাফিক কন্ট্রোল টাওয়ারের কাছে নিয়ে যান যেন, এয়ার ট্র্যাফিক বিমানটিকে কাছ থেকে পরীক্ষা করতে পারে। পরীক্ষণ শেষে পাইলটদের জানানো হয়, ল্যান্ডিং গিয়ারের দরজা খোলা থাকলেও গিয়ার নীচে নামেনি।’
এরপর বিমানে পাইলটরা জরুরি অবস্থা ঘোষণা করেন। যাত্রীরা এবিসি নিউজকে জানান, কেবিন ক্রুরা যাত্রীদের কী করতে হবে সে বিষয়ে নির্দেশনা দেন। বিমানে কোনো ধরণের বিশৃঙ্খলা করেননি যাত্রীরা। ৯৬জন যাত্রী ৩ জন ও দুই পাইলটসহ বিমান বিমানটি নিরাপদে অবতরণ করে।
ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন জানিয়েছে তারা বিষয়টি নিয়ে তদন্ত করবে।