এ ঘটনায় ৪০ বছর বয়সী এক সন্দেহভাজন বন্দুকধারীকে হেফাজতে নিয়েছে পুলিশ। পুলিশ জানিয়েছে, সন্দেহভাজন বন্দুকধারী বুলেটপ্রুফ ভেস্ট পরা ছিল।
পুলিশ জানায়, ঘটনাস্থলে অন্তত ৫০টি গুলি করা হয়। এতে একাধিক যান ক্ষতিগ্রস্ত হয়েছে। এমনকি পুলিশ যখন আহতদের হাসপাতালে নিয়ে যাচ্ছিল তখনও গুলির আওয়াজ শোনা গেছে।
পুলিশ জানিয়েছে, হট্টগোলের জেরে সন্দেহভাজন ব্যক্তিটি গুলি ছোড়েন। এতে সাত জন গুলিবিদ্ধ হন।
ঘটনার চার ঘণ্টা পরে পাঁচ নাম্বার ভিক্টিমকে পাওয়া যায়। এক ব্যক্তি বাড়ি ফিরে তার ৩১ বছর বয়সী ছেলেকে লিভিং রুমে একাধিক গুলিবিদ্ধ অবস্থায় পান। সেখানেই তাকে মৃত ঘোষণা করা হয়।
আহত শিশু দুটি দুই বছর এবং ১৩ বছর বয়সী। নিহতদের বয়স ২০ থেকে ৫৯ বছর।
ঘটনার পর সিক্সটিন হানড্রেড ফ্রেজিয়ার স্ট্রিটের পেছনের রাস্তা থেকে বুলেটপ্রুফ ভেস্ট পরা এক সন্দেহভাজনকে আটক করে পুলিশ। তার কাছে একটি স্ক্যানার, এ আর স্টাইল রাইফেল ও একটি হ্যান্ডগান পাওয়া গেছে।