ইউএস কোস্ট গার্ডকে সকাল সাড়ে ৭টার দিকে ওয়াইল্ডারনেস ডিসকভারার শিপটির বোর্ডে আগুন লাগার বিষয়টি জানানো হয়। সে সময় জাহাজে যাত্রী ও ক্রুসহ মোট ৬৭ আরোহী ছিলেন।
কোস্ট গার্ড জানিয়েছে, ৫১ জনকে সরিয়ে নিয়ে অন্য একটি জাহাজে নেয়া হয়। বাকি ১৬ ক্রু ওয়াইল্ডারনেস ডিসকভারারে আছেন। তাদেরকে কেচিকানে নিয়ে যাওয়া হবে।
দুর্ঘটনায় কেউ আহত হননি। জাহাজটির কোম্পানি আনক্রুজ অ্যাডভেঞ্চারাস আগুন লাগার কারণ অনুসন্ধান করছে। কোম্পানিটি জানিয়েছে, ক্ষতিগ্রস্ত যাত্রীদের সম্পূর্ণ অর্থ ফেরত দেয়া হবে।