সোমবার কাগজ জমা দেয়ার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে রিপাবলিকান পার্টি থেকে মনোনয়নের দৌঁড়ে সামিল হলে তিনি। বুধবার নিজের ক্যাম্পেইন শুরু করবেন ৬৩ বছর বয়সী এ রাজনীতিবিদ।
ইন্ডিয়ানা স্টেইটের সাবেক এ গভর্নর ডনাল্ড ট্রাম্পের সময় (২০১৭-২১) ভাইস-প্রেসিডেন্টের দায়িত্বে ছিলেন। রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী হওয়ার ক্ষেত্রে ট্রাম্পের বিপক্ষেই এবার লড়াইয়ে নামতে হচ্ছে পেন্সকে।
ট্রাম্প ও পেন্স ছাড়াও রিপাবলিকান পার্টি থেকে মনোনয়ন প্রত্যাশা করছেন ফ্লোরিডার গভর্নর রন ডেস্যান্টিস।
অনানুষ্ঠানিক জরিপে পেন্স অবশ্য রিপাবলিকান সমর্থকদের পছন্দের শেষে রয়েছেন। ট্রাম্প জনপ্রিয়তায় সবার চেয়ে এগিয়ে। দুইয়ে আছেন ডিস্যান্টিস।