প্রাইভেট জেটের আদলে মালদ্বীপের নতুন এয়ারলাইন

টিবিএন ডেস্ক

জুলাই ২৪ ২০২৩, ১৮:৩১

মালদ্বীপে চালু হচ্ছে নতুন এয়ারলাইন বিয়ন্ড। ছবি: সংগৃহীত

মালদ্বীপে চালু হচ্ছে নতুন এয়ারলাইন বিয়ন্ড। ছবি: সংগৃহীত

  • 0

বিশ্বের সবচেয়ে আকর্ষনীয় সৈকতের দেশ মালদ্বীপ। সৈকতের টানে প্রতি বছর অসংখ্য মানুষ ভিড় করেন সেখানে। পর্যটকদের আরও সুবিধা দিতে মালদ্বীপে চালু হচ্ছে নতুন এয়ারলাইন।

বিয়ন্ড নামে নতুন এক এয়ারলাইন চালু হবে মালদ্বীপে। প্রাইভেট জেটের আদলে এয়ারলাইনের প্রতিটি প্লেনে থাকবে বিলাসবহুল ভ্রমণের সকল উপকরণ।

বিয়ন্ডের কমার্শিয়াল চীফ অফিসার সাশা ফিউয়ারহার্ড সিনএনকে বলেছেন, ‘আমরা সম্পূর্ন নতুন কিছু করতে চাই। আমরা ফ্লাইটটিকে বিলাসবহুল করতে চেয়েছি। ভ্রমণকারীরা যেন আরাম ও আয়েশের সঙ্গে ভ্রমণ করতে পারে সেই ব্যবস্থা করব আমরা।’

এয়ারবাস এথ্রিওয়াননাইন ও এয়ারবাস এথ্রিটুওয়ান মডেলের দুটো বিমান দিয়ে প্রাথমিকভাবে শুরু হবে বিয়ন্ড-এর কার্যক্রম। এয়ারবাসে ১৫৬ জন যাত্রী বহনের ক্ষমতা থাকলেও, বিয়ন্ডের একটি ফ্লাইটে থাকবে মাত্র ৪৪ জন যাত্রীর ভ্রমণের ব্যবস্থা।

প্রতিটি যাত্রীকে আলাদা করে প্রাইভেট জেটের অভিজ্ঞতা দিতে এ ব্যবস্থা করছে এয়ারলাইনটি। যাত্রীসেবার সর্বোচ্চ অভিজ্ঞতা পাবেন বিয়ন্ডে ভ্রমণকারীরা এমন দাবি মালে ভিত্তিক কোম্পানিটির।

২০২৩ সালের সেপ্টেম্বরে শুরু হবে ফ্লাইট। শুরুর দিকে দুবাই ও দিল্লি থেকে ফ্লাইট শুরু হচ্ছে।


0 মন্তব্য

মন্তব্য করুন