মানুষ পোড়ালে এবার ছাড়ব না: শেখ হাসিনা

টিবিএন ডেস্ক

মে ১৫ ২০২৩, ১৮:৫৪

সংবাদ সম্মেলনে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি: ভিডিও থেকে নেয়া

সংবাদ সম্মেলনে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি: ভিডিও থেকে নেয়া

  • 0

সরকার পতনের দাবিতে বিএনপির আন্দোলনে ‘জ্বালাও-পোড়াও’ করা হলে ছাড় দেয়া হবে না বলে ঘোষণা দিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সাম্প্রতিক জাপান, অ্যামেরিকা ও বৃটেইন সফর সম্পর্কে সংবাদমাধ্যমকে অবহিত করতে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বিএনপির উদ্দেশ্যে একথা বলেন। প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে সোমবার স্থানীয় সময় বিকাল ৪টায় এ সংবাদ সম্মেলন শুরু হয়।

সরকার পতনে বিএনপির টানা আন্দোলন ঘোষণার প্রসঙ্গে আওয়ামী লীগ দলীয় প্রধান শেখ হাসিনা বলেন, ‘তারা মাইক লাগায় আন্দোলন করেই যাচ্ছে, সরকার হটাবেই। আমরা তো তাদেরকে কিছু বলছি না। আমরা যখন অপজিশনে ছিলাম, আমাদের কি নামতে দিয়েছে? গ্রেনেড হামলা করে হত্যা করার চেষ্টা করেছে। ২১ হাজার নেতা-কর্মী আমাদের হত্যা করেছে। আগুন দিয়ে পুড়িয়ে পুড়িয়ে মানুষ মেরেছে। নির্বাচন ঠেকাতে ৫০০ স্কুল পুড়িয়ে দিয়েছে। সাড়ে তিন হাজার লোক আগুনে পোড়া… তারাতো জ্বালাও-পোড়াও ওইগুলি করে গেছে।

‘আমি বলে দিয়েছি যে আন্দোলন করুক, মানুষ আনুক কোনো আপত্তি নাই। কিন্তু জ্বালাও-পোড়াও যদি কিছু করতে যায়, কোনো মানুষকে যদি আবার ওরকম পোড়ায়, তো তাকে ছাড়বো না। মানুষের ক্ষতি আর করতে দেব না।’

বিএনপির এই আন্দোলনের জন্য অর্থের যোগান কীভাবে হচ্ছে, সে বিষয়ে খোঁজ নিতে সাংবাদিকদের আহ্বান জানান শেখ হাসিনা।

তিনি বলেন, ‘কার পয়সায় এই আন্দোলন করছে? কোথা থেকে টাকা পাচ্ছে? বাংলাদেশের মানুষ কি এত অন্ধ হয়ে গেছে যে চোখে দেখে না? হাজার হাজার কোটি টাকা তো লুট করে নিয়েই গেছে আর কাদের মদদে করছে সেটা একটু খোঁজ নেন না। এত টাকা কোথায় পাচ্ছে… এই যে লোক নিয়ে আসে আর প্রতিদিন মাইক লাগায় বক্তৃতা দিচ্ছে… এমনি এমনি বিনা পয়সায় তো আর করছে না… 

‘যতদূর পারে আন্দোলন করুক, আমার কোনো ব্যাপার না, আমি আমার জনগণের সঙ্গে আছি, জনগণের জন্য কাজ করে যাচ্ছি, জনগণের আস্থা- বিশ্বাসই আমার একমাত্র শক্তি… আমার তো হারাবার কিছু নেই… আমি আমার দেশের জন্য কাজ করে যাই। আর যারা আমাদের দূর্বলতা খোঁজে আর অর্থে হিসাব নেয়, মানি লন্ডারিং করেছে তো খালেদা জিয়া আর তার দুই ছেলে। ৪০ কোটি টাকা তো উদ্ধার করে নিয়ে আসছি। এখনও বিএনপির বহু নেতাদের টাকা ওই বিভিন্ন দেশের ব্যাংকে জমা আছে কারও কারও টাকা ফ্রিজ করা আছে।’ 

প্রধানমন্ত্রী জানান, বাংলাদেশের উন্নয়নশীল দেশের মর্যাদা অর্জন তার সরকারের বড় সফলতা। তিনি জনগণের কল্যাণে কাজ করে যেতে চান। 


0 মন্তব্য

মন্তব্য করুন