ঘরে মা-বাবা, ভাই-বোনের মরদেহ, টিনএইজার গ্রেফতার

টিবিএন ডেস্ক

মে ২৫ ২০২৩, ২২:৫৯

অভিযুক্ত সিযার ওল্যাল্ড। ছবি: এপি

অভিযুক্ত সিযার ওল্যাল্ড। ছবি: এপি

  • 0

টেক্সাসের ন্যাশ শহরে মা, বাবা ও ভাই-বোনকে গুলি করে হত্যার অভিযোগে ১৮ বছর বয়সী এক ছেলেকে কারাগারে পাঠানো হয়েছে।

ন্যাশ পুলিশের বরাতে এ তথ্য নিশ্চিত করেছে এপি নিউজ

পুলিশ জানায়, মঙ্গলবার তাদের কাছে খবর আসে সিযার ওল্যাল্ড নামে এক টিনএইজার পরিবারের সদস্যদের হত্যা করে আত্মহত্যার হুমকি দিচ্ছেন।

পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বাড়ির বাথরুমে ছেলেটির মা-বাবা আইডা গার্সিয়া ও রুবেন ওল্যাল্ড এবং বোন লিযবেট ও ভাই অলিভারের মরদেহ বাথরুমে পড়ে থাকতে দেখে। সিযার সে সময় নিজেকে ঘরে আটকে রেখেছিলেন। পুলিশ তাকে বের করে আনে।

ন্যাশ পুলিশ অফিসার ক্রেগ বাস্টার জানান, ওল্যাল্ড পরে পুলিশকে বলেন, ‘তিনি গুলি করে সবাইকে হত্যা করেছেন।’ 

পুলিশের অ্যাফিডেভিটে বলা হয়, ‘বাড়ির বিভিন্ন জায়গায় গুলির চিহ্ন পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে তাদের হত্যার পর মরদেহ টেনে বাথরুমে আনা হয়।’

সিযারের বোন লিযবেট অফিসে অনুপস্থিত থাকায় তার এক সহকর্মী বাড়িতে গিয়েছিলেন খোঁজ নিতে। তার দিকেও রাইফেল তাক করেন সিযার। ওই সহকর্মী পুলিশকে জানায়, ওল্যাল্ড তাকে বলেছেন যে ‘তার পরিবারের সদস্যরা নরখাদক ছিলেন, তাকে খেয়ে ফেলতে চেয়েছিলেন।’ 

বাউয়ি কাউন্টি কোর্ট ওল্যাল্ডকে ১০ মিলিয়ন ডলার বন্ডে কারাগারে রাখার নির্দেশ দেয়।


0 মন্তব্য

মন্তব্য করুন