প্ল্যান্টের মুখপাত্র অ্যামান্ডা প্লেকাসের বরাতে এ তথ্য জানিয়েছে সিবিএস নিউয।
তিনজনই ফোক্সওয়াগেনের কর্মচারী ছিলেন।
প্লেকাস বলেন, দুর্ঘটনার পর কোম্পানির ওই প্ল্যান্টে উৎপাদন বন্ধ রাখা হয়েছে।
তদন্তে স্থানীয় আইন প্রয়োগকারীদের সহায়তা করছে ফোক্সওয়াগেন।