এক মৌসুমে বিশ্বকাপের ফাইনাল ও ইউরোপিয়ান ক্লাব ফুটবলের সর্বোচ্চ আসরের ফাইনাল খেলা পরিচালনার ‘বিরল’ দায়িত্ব পেয়ে দারুন খুশী মার্সিনিয়াক। দোহায় ফ্রান্সের বিপক্ষে পেনাল্টি শ্যুট আউটে আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের উত্তেজনাকর ম্যাচটি সামলানোর কারণে বিশ্বজুড়ে প্রশংসা কুড়িয়েছিলেন ৪২ বছর বয়সী এই রেফারি। তারই উপহার হিসেবে এবার পেলেন চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালের দায়িত্ব।
এর আগে ২০১০ সালে বিশ্বকাপ ও চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল ম্যাচ পরিচালনার প্রথম দায়িত্বটি পেয়েছিলেন ইংলিশ রেফারি হাওয়ার্ড ওয়েব।
চ্যাম্পিয়ন্স লিগের দুই ফাইনালিস্ট দলের খেলা নক আউট পর্বে পরিচালনা করেছেন মার্সিনিয়াক। সেমিফাইনালে রিয়াল মাদ্রিদের বিরুদ্ধে ম্যানচেস্টার সিটির ৪-০ গোলের জয় ও শেষ ১৬’তে ইন্টার মিলানের সঙ্গে পোর্তোর গোলশুন্য ড্র হওয়া ম্যাচটিতে মার্সিনিয়াক রেফারির ভূমিকায় ছিলেন।