নিউ ইয়র্কের জঙ্গলে শিশুর মরদেহ

টিবিএন ডেস্ক

মে ২৯ ২০২৩, ১৯:৫৯

হাইব্রিজ উডসে মিলেছে শিশুর মরদেহ। ছবি: সংগৃহীত

হাইব্রিজ উডসে মিলেছে শিশুর মরদেহ। ছবি: সংগৃহীত

  • 0

নিউ ইয়র্ক স্টেইটের ব্রোঙ্কস শহরের মেযর ডিগ্যান এক্সপ্রেসওয়ের পাশের একটি জঙ্গলে তিন মাস বয়সী মেয়ে শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

কর্মকর্তারা বলেছেন, হাইব্রিজ সেকশনের ওয়ান সিক্স ওয়ান স্ট্রিটের কাছে রোববার রাত সাড়ে ৮টার দিকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়। 

শিশুটির নিখোঁজের খবর জানিয়ে পুলিশের সাহায্য চায় তার পরিবার। এরপর হাইব্রিজের জঙ্গলে মৃত অবস্থায় তাকে উদ্ধার করা হয়। 

পুলিশের জানায়, জঙ্গলের কাছাকাছি একটি হোমলেস শেল্টারে পরিবারের সঙ্গে থাকতো শিশুটি। তার নাম জেনেভিভ কোমাগার। 

একজন প্রতিবেশী বলেন, ‘এটি খুবই দুঃখজনক ঘটনা, আমি ভাবতে পারছি না- শিশুটির কতটা কষ্ট হয়েছে…।’


0 মন্তব্য

মন্তব্য করুন