ওয়ালমার্ট হত্যাযজ্ঞে আসামির ৯০টি আমৃত্যু কারাদণ্ড

টিবিএন ডেস্ক

জুলাই ৭ ২০২৩, ২৩:৩১

এল পাসোর ওয়ালমার্টে হত্যাযজ্ঞে দণ্ডপ্রাপ্ত আসামি প্যাট্রিক ক্রুসিয়াস। ছবি: সংগৃহীত

এল পাসোর ওয়ালমার্টে হত্যাযজ্ঞে দণ্ডপ্রাপ্ত আসামি প্যাট্রিক ক্রুসিয়াস। ছবি: সংগৃহীত

  • 0

টেক্সাসের এল পাসো শহরে রিটেইল শপ ওয়ালমার্টে হত্যাযজ্ঞের দায়ে আসামি প্যাট্রিক ক্রুসিয়াসকে ৯০টি আমৃত্যু কারাদণ্ড দিয়েছে আদালত।

২০১৯ সালের ওই ঘটনায় ২৩ জন নিহত ও প্রায় দুই ডজন মানুষ আহত হয়েছিলেন।

এল পাসো ফেডারেল কোর্টের বিচারক ডেভিড গুয়াডেরামা শুক্রবার এই সাজা শোনান। এ সময় আদালত চত্ত্বরে অপেক্ষায় ছিলেন হতাহতদের স্বজনরা।

২৪ বছর বয়সি ক্রুসিয়াস বিচারকাজের শুরুর দিকে নিজেকে নিদোর্ষ দাবি করেছিলেন। পরে ফেডারেল প্রসিকিউটররা তার জন্য মৃত্যুদণ্ডের আবেদন করবেন না বলে জানান।

এরপর গত ফেব্রুয়ারিতে ৯০টি ফেডারেল অভিযোগের দায় স্বীকার করেন আসামি। এর মধ্যে আছে, বৈষম্যমূলক অপরাধের জেরে হত্যার ২৩টি অভিযোগ, বৈষম্যমূলক কর্মকাণ্ডের জেরে আহত করার ২২ অভিযোগ, আগ্নেয়াস্ত্র ব্যবহার করে হত্যার ২৩ অভিযোগ ও আগ্নেয়াস্ত্র ব্যবহার করে সহিংসতার ২২ অভিযোগ।

তদন্তের সময় ক্রুসিয়াস কর্মকর্তাদের জানিয়েছিলেন, তিনি সর্বোচ্চ সংখ্যক মেক্সিকান হত্যা করতে চেয়েছিলেন। এ কারণে মেক্সিকোর সীমান্তবর্তী এল পাসোর ওয়ালমার্টে বন্দুক নিয়ে হানা দিয়েছিলেন।

তবে স্টেইট কোর্টে ক্যাপিটল মার্ডার মামলায় তার সাজার শুনানি এখনও বাকি আছে।

এল পাসো ডিসট্রিক্ট অ্যাটর্নি বিল হিকস জানান, এই মামলায় তিনি ক্রুসিয়াসের মৃত্যুদণ্ড চেয়ে আবেদন করবেন।


0 মন্তব্য

মন্তব্য করুন