কর্তৃপক্ষ জানিয়েছে, ক্র্যান্ডনের ফরেস্ট কাউন্টি ফেস্টিভ্যালে রোববার এক রোলার কোস্টার মাঝপথে বন্ধ হয়ে যায়। এতে যাত্রীরা অন্তত তিন ঘণ্টার মতো ঝুলে থাকতে বাধ্য হন।
আশেপাশের অন্তত তিনটি কাউন্টির ইমারজেন্সি রেস্কিউ টিম তাদের সাহায্য করার জন্য এগিয়ে আসে।
ক্র্যান্ডন ফায়ার ডিপার্টমেন্টের ক্যাপ্টেন ব্রেনান কুক বলেন, রাইডটিতে যান্ত্রিক ত্রুটি ছিল, তাই এটি মাঝপথে আটকে যায়। তবে ঠিক কী ত্রুটি হয়েছিল তাৎক্ষণিক জানা যায়নি।
সব যাত্রীকে নিরাপদে নামিয়ে আনার পর হাসপাতালে পাঠানো হয়।
পার্ক এক বিবৃতিতে বলেছে, ফিউরি ৩২৫ নামে রোলার কোস্টারটি মেরামতের জন্য সাময়িক বন্ধ করা হয়েছিল। এটি আবার পর্যবেক্ষণ করা হচ্ছে। সমস্যা ঠিক না হওয়া পর্যন্ত রাইডটি অনর্দিষ্টকাল বন্ধ থাকবে।