প্যারিস সেইন্ট জার্মেইর (পিএসজি) সঙ্গে দুই বছরের সম্পর্ক শেষে অ্যামেরিকায় পাড়ি জমাচ্ছেন লিওনেল মেসি। বিশ্বসেরা খেলোয়াড় হয়েও পিএসজির সমর্থকদের কাছ থেকে প্রায়ই দুয়ো শুনতে হয়েছে মেসিকে।
মেসি বলেন, ‘প্যারিসে যখন আসি প্রথম প্রথম বেশ ভালো লাগছিল। এখানে আমার পরিচিত অনেকেই আছেন। ফ্রান্স দলের খেলোয়াড়দের অনেকের সঙ্গেই আমার পরিচয় ছিল। এরপরই আমার প্রতি ভক্তদের আচরণ পালটে যায়।’
পিএসজির কট্টরপন্থী সমর্থক বা আল্ট্রারা মেসির আগে নেইমার ও কিলিয়ান এমবাপের মতো তারকাদেরও দুয়ো দিয়েছেন। ক্লাব ও এর খেলোয়াড়দের কাছ থেকে তাদের চাহিদা সবসময় বেশি থাকে।
এ প্রসঙ্গে মেসি বলেন, ‘তাদের (সমর্থক) ভালো দিকটা আমি খুব একটা দেখিনি। তেমনটা আমি চাইনি। তবে, আমার আগে নেইমার ও এমবাপের সঙ্গেও এমনটা হয়েছে।’
সব সমর্থকই যে মেসির প্রতি নেতিবাচক ছিলেন তেমনটা নয়। পিএসজি অধ্যায় শেষে তাদের কথা মনে রাখবেন মেসি। একই সঙ্গে তার মনে থাকবে প্রিয় দুই সতীর্থের কথাও।
মেসি যোগ করেন, ‘ওখানে যাওয়ার পর যারা আমাকে সম্মান দিয়েছে ও আমি যাদের সম্মান করেচি তাদের কথা সবসময় মনে রাখব। কিলিয়ান ও নেইমারের কথা সবসময় মনে থাকবে। ওরা আমাকে একেবারে শুরু থেকেই সমর্থন জুগিয়েছে।’