ইউক্রেইনের প্রতি আমাদের সমর্থন দুর্বল হবে না : বাইডেন

টিবিএন ডেস্ক

জুলাই ১৩ ২০২৩, ০:২৭

নেইটো সম্মেলনে জো বাইডেন ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির যেলেনস্কি। ছবি: সংগৃহীত

নেইটো সম্মেলনে জো বাইডেন ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির যেলেনস্কি। ছবি: সংগৃহীত

  • 0

প্রেসিডেন্ট জো বাইডেন নিশ্চিত করেছেন ইউক্রেইনকে সমর্থন যুগিয়ে যাবে অ্যামেরিকা। লিথুয়েনিয়ার ভিলনিয়াসে দুইদিনের নেইটো সম্মেলন শেষে নিজ বক্তব্যে এমনটা বলেন।

নেইটোতে বক্তব্য রাখার আগে বাইডেন ইউক্রেইনের প্রেসিডেন্ট ভলোদিমির যেলেনস্কির সঙ্গে ঘণ্টাখানেক বৈঠক করেন। বৈঠক শেষে নিজ বক্তব্যে বাইডেন বলেন ইউক্রেইনকে একঘরে করে রাখার পরিকল্পনায় ব্যর্থ হয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

অ্যামেরিকান প্রেসিডেন্টের মতে, রাশিয়া যেমনটা ভেবেছিল ইউক্রেইনের প্রতি আন্তর্জাতিক সমর্থন টিকবে না, তেমনটা আদতে হয়নি। বরং ইউক্রেইনের সার্বভৌমত্বকে অটুট রাখতে ৫০টির বেশি রাষ্ট্র একত্র হয়েছে ।

তিনি বলেন, ‘আমরা পিছু হটব না। ইউক্রেইনের প্রতি আমাদের সমর্থন দুর্বল হবে না। আমরা বর্তমানে, ভবিষ্যতে ও যতদিন দরকার হবে ততদিন স্বাধীনতা ও মুক্তির পক্ষে থাকব।’

রাশিয়া চাইলে আগামীকালই এ সংঘাতের ইতি ঘটবে এমনটা উল্লেখ করে বাইডেন বলেন, ‘একটি দেশ তার প্রতিবেশির এলাকা দখল করে নেবে এটা হতে দেয়া যায় না।’

নেইটোকে সাত দশকের বেশি সময় যাবৎ বৈশ্বিক নিরাপত্তা ও স্থিতিশীলতালে রক্ষার অন্যতম স্তম্ভ হিসেবে উল্লেখ করেন বাইডেন।

তিনি বলেন, ‘নেইটো আগের চেয়ে শক্তিশালী ও উজ্জীবিত এবং ইতিহাসের অন্য যে কোনো সময়ের যেয়ে বেশি ঐক্যবদ্ধ।’

নেইটোর ঐক্য অটুট থাকবে এমনটা নিশ্চিত করেন বাইডেন ও যোগ করেন, নেইটোর যে কোনো দেশের ওপর আক্রমণের অর্থ সব সদস্যের ওপর আক্রমণ।

যে কোনো মূল্যে স্বাধীনতাকে অটুট রাখার আহ্বান জানিয়ে বাইডেন বলেন, ‘স্বাধীনতাকে রক্ষা করার বিষয়টি একদিন বা এক বছরের নয়। এটা আমাদের পুরো জীবনকালের লক্ষ্য। সবসময়ের লক্ষ্য। আমরা সামনের সংগ্রামের জন্য প্রস্তুত। আমাদের ঐক্য নষ্ট হবে না, কথা দিচ্ছি।’


0 মন্তব্য

মন্তব্য করুন