পার্লামেন্টে শনিবার শপথ গ্রহণের পর এরদোয়াঁ তুর্কিয়ে প্রজাতন্ত্রের প্রতিষ্ঠাতা মোস্তফা কামাল আতাতুর্কের সমাধি পরিদর্শন করেন।
প্রেসিডেন্টের অভিষেক উপলক্ষে প্রেসিডেন্সিয়াল কমপ্লেক্স সন্ধ্যায় এক অনুষ্ঠানের আয়োজন করেছে। এতে বিশ্বের ২১টি দেশের রাষ্ট্রপ্রধান, ১৩ জন প্রধানমন্ত্রী এবং মন্ত্রী পর্যায়ের প্রতিনিধিসহ ৭৮টি দেশের উচ্চ-পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত থাকবেন। নেইটো, অর্গানাইযেশন অফ টার্কিক স্টেইটস (ওটিএস) এবং অর্গানাইযেশন অফ ইসলামিক কো-অপারেশনসহ (ওআইসি) আন্তর্জাতিক সংস্থাগুলোর প্রতিনিধিরাও অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।
স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় এ অনুষ্ঠানের পর এরদোয়াঁ কানকায়া প্রাসাদে অতিথিদের নৈশভোজে আপ্যায়ন করবেন। এরপর তিনি মন্ত্রিসভার সদস্যদের নাম ঘোষণা করবেন বলে আশা করা হচ্ছে।
প্রেসিডেন্ট নির্বাচনে গত রোববার ৫২.১৮ শতাংশ ভোট পেয়ে জয়ী হন এরদোয়াঁ। দেশটির সুপ্রিম ইলেকশন কাউন্সিলের প্রকাশিত চূড়ান্ত ফল অনুযায়ী বিরোধী প্রার্থী কেমাল কিলিচদারোলু পান ৪৭.৮২ শতাংশ ভোট।