অবসরে বাস্কেটবল তারকা কারমেলো অ্যান্থনি

টিবিএন ডেস্ক

মে ২৪ ২০২৩, ১:১৪

বাস্কেটবল খেলোয়ার কারমেলো অ্যান্থনি। ছবি: সংগৃহীত

বাস্কেটবল খেলোয়ার কারমেলো অ্যান্থনি। ছবি: সংগৃহীত

  • 0

দশ বারের এনবিএ অল-স্টার বাস্কেটবল তারকা কারমেলো অ্যান্থনি অবসরের ঘোষনা দিয়েছেন।

এক ভিডিওবার্তায় অ্যান্থনি সোমবার ১৯ বছরের এনবিএ ক্যারিয়ারের ইতি টানেন। 

ভিডিওবার্তায় অ্যান্থনি বলেন, ‘যে খেলা আমাকে সম্মান দিয়েছে তাকে বিদায় বলার সময় এসেছে। আমার মনে আছে যখন আমার কিছুই ছিল না। আমি বাস্কেটবল কোর্টে দাঁড়িয়ে বড় কিছু হওয়ার স্বপ্ন দেখতাম। আমার লক্ষ ছিল এগিয়ে যাওয়া। যারা আমাকে আজকের কারমেলো অ্যান্থনি বানিয়েছে সেই শহর ও সমর্থকদের প্রতি সবসময় কৃতজ্ঞতা স্বীকার করি'।

এনবিএর ইতিহাসে অন্যতম সেরা তারকা অ্যান্থনি গত বছর সর্বকালের সেরা ৭৫ খেলোয়াড়ের তালিকায় জায়গা করে নেন।  

এছাড়াও অ্যান্থনি দেশের হয়ে চারবার অলিম্পিকসে নেমে তিনবারই স্বর্ণপদক জিতেছেন। ৩৯ বছর বয়সী এ খেলোয়াড় কখনও এনবিএর ফাইনালে খেলেননি। 

ডেনভার নাগেটসের হয়ে ২০০৯ সালে ইস্টার্ন কনফারেন্স এর ফাইনাল খেলেছিলেন। সেখানে তার দল লস অ্যাঞ্জেলেস লেকার্সের বিপক্ষে হেরে যায়। 

অ্যান্থনি ২৮,২৮৯ পয়েন্ট নিয়ে তার পেশাদার ক্যারিয়ার শেষ করেন। 

 


0 মন্তব্য

মন্তব্য করুন