মন্টগোমেরি কাউন্টির কনরো শহরে মঙ্গলবার দুপুরে এ ঘটনা ঘটে বলে জানান কনরো অ্যাসিস্টেন্ট ফায়ার চিফ মাইক লেগোউডস জুনিয়র।
তিনি জানান, উদ্ধারকর্মীরা ঘটনাস্থলেই দুজনকে মৃত অবস্থায় পায়। আহত সাত জনকে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়। তাদের পরিচয় প্রকাশ করা হয়নি।
ওই এলাকার এক বাসিন্দা সিবিএস নিউযকে বলেন, ‘আমরা দেখছিলাম যে শিলাবৃষ্টি হচ্ছে। আকাশ একেবাড়েই অন্ধকার হয়ে গেছে। প্রায় ১০-১৫ মিনিট ধরে তুমুল বৃষ্টি হচ্ছে। এরপর বৃষ্টি কিছুটা কমতে থাকলে আমরা অ্যাম্বুলেন্স ও ফায়ার ট্রাকের আওয়াজ শুনি।’
ফায়ার চিফ বলেন, ‘ধসে পড়া বাড়িটির নির্মাণকাজ চলছিল। দেখে মনে হয়েছে বাড়ির দোতালায় শ্রমিকরা কাজ করছিলেন।’
তবে ঝড়ের কারণেই বাড়িটি ধসে পড়েছে কি না তা নিশ্চিত নন গেলোউডস।