রাশিয়া জুনের শুরুতে নিজ দেশে জার্মান কর্মীদের সংখ্যা কমানোর সিদ্ধান্ত নিয়েছে সংবাদমাধ্যমে এমন খবর প্রকাশিত হওয়ার পরই বিষয়টি নিশ্চিত করা হলো।
বহিষ্কারের মুখোমুখি হওয়া কর্মীদের মধ্যে আছেন মস্কোতে জার্মান স্কুলের শিক্ষক ও গোথে ইনস্টিটিউট কালচারাল অ্যাসোসিয়েশনের কর্মীরা৷
কূটনীতিকদের বহিষ্কার এবং রাশিয়া-জার্মানির মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনাপূর্ণ সম্পর্কের মধ্যে এই পদক্ষেপ নিচ্ছে মস্কো।
ইউক্রেইনে যুদ্ধ ইস্যুতে কেউ কাউকে ছাড় না দেয়ার নীতিতে এগোচ্ছে রাশিয়া ও জার্মানি। দুটি দেশই গত মাসে একে অপরের দূতাবাসের ৪০ কর্মীকে অবাঞ্ছিত ঘোষণা বা বহিষ্কার করেছে।
জার্মান সংবাদপত্র যিদডয়েসে জাইদুন জানায়, সবশেষ পাল্টাপাল্টি বহেষ্কারের মুখোমুখি হচ্ছেন নিম্নস্তর থেকে মধ্যস্তরের কয়েক শ কর্মী।
সংবাদপত্রটি জার্মানির পররাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্ধৃতি দিয়ে লিখেছে, ‘এটি একতরফা, অযৌক্তিক এবং অদ্ভুত সিদ্ধান্ত। ফেডারেল সরকার রাশিয়ার সঙ্গে ন্যূনতম মধ্যস্থতাকারীর উপস্থিতি এবং কূটনীতিক সম্পর্ক বজায় রাখা নিয়ে উদ্বিগ্ন।’
গ্যাস পাইপলাইন সমস্যার পরে এখন কর্মী বহিষ্কারের ঘটনায় রাশিয়া-জার্মানির সম্পর্কে আরও টানাপড়েন তৈরি করবে বলে আশঙ্কা বিশেষজ্ঞদের।